বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগৎ পেরিয়ে এখন হলিউডে (Hollywood) জোর কদমে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস( Priyanka Chopra Jones)। আন্তর্জাতিক স্তরে প্রথম অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে তাঁর নাম। খুব শীঘ্রই রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন বলি সুন্দরী। সম্প্রতি নিজের জার্নি নিয়ে মুখ খুললেন তিনি।
‘সিটাডেল’ সিরিজে কাজ করে আন্তর্জাতিক স্তরের তারকাদের টেবিলে নিজের জায়গা করে নিয়েছেন এই বলি তারকা। যদিও এই জার্নিটা মোটেই সহজ ছিল না। নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়েই মুখ খুললেন প্রিয়াঙ্কা। প্রথম দিকে নাকি হলিউডে এসেও বৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। জানালেন সেই কথাও।
একটা সময় ভারতীয় অভিনেত্রী হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিত ছিলেন তিনি। তবে ‘কোয়ান্টিকো’ ছবির হাত ধরে হলিউডে আত্মপ্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই থেকে শুরু হয় তাঁর জার্নি। এরপর ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকসনাস’ সহ একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা দিয়েছে তাঁকে। যদিও হলিউডের প্রথম পা রাখার পরেই বৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। পরিচালক এবং প্রযোজকদের ভরসা জেতার জন্য বারবার আমাকে দিতে হয়েছে অডিশন। তবে স্ট্রিমিং আসার পর সবকিছু অনেকটা বদলে গেছে। নিজেদের ‘ কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আমরা সকলেই একসঙ্গে কাজ করেছি’।
উল্লেখ্য, স্ট্রিমিং এর কারণেই নতুন মঞ্চ পেয়েছেন বহু অভিনেতা অভিনেত্রীরা। গোটা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছেন শিল্পীরা। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও।