‘নিজের কাজে মন দিন’, জিৎ-এর ওপর রেগে আগুন তাঁর ভক্তরা

বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসের ১৭ তারিখ অর্থাৎ গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘কব্জা’ (Kabja)। এই ছবি তেমনভাবে হলমুখী করতে পারেনি দর্শকদের। বলিউড (Bollywood) ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র তপ্ত আঁচে পুড়ে ছাই দক্ষিণী এই ছবি। এই সিনেমা মুক্তির আগেই অবশ্য গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন টলি (Tollywood) অভিনেতা জিৎ (Jeet)। আর তাতেই রেগে আগুন নেটিজেনরা।

‘কব্জা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণ সহ আরও অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের। শুধু কন্নড় নয়, হিন্দি, তামিলস তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি। নির্মাতাদের দাবি ছিল, এই ছবি প্যান ইন্ডিতে বেশ ভালোই ব্যবসা করবে। কিন্তু ছবি মুক্তির পরেই বদলে গিয়েছে চিত্র।

Jeet

ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জিৎ লেখেন, ‘আমি এই ছবির পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করতে পারি দর্শকরা ভীষণ পছন্দ করবেন এই ছবি’। তাঁর এই পোস্ট তিনি ট্যাগ করেন উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণকে। আর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেই ট্রোলের মুখে পড়লেন জিৎ।

কমেন্ট বক্স ভরল নেটিজেনদের বিতর্কিত মন্তব্যে। কেউ লিখলেন, ‘অন্যের কথা বেশি না ভেবে নিজের কাজ মন দাও’। কেউ আবার লিখলেন, ‘এসব না করে ‘চেঙ্গিজ’-এর প্রচার শুরু করা উচিত তোমার। অনেকেই আবার জানতে চেয়েছেন অভিনেতার আপকামিং মুভি কবে মুক্তি পাবে বক্স অফিসে।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

উল্লেখ্য, মাফিয়া জগতের অন্ধকার দুনিয়াকে সকলের সামনে নিয়ে আসতেই তৈরী হয়েছে ‘চেঙ্গিজ’। এই ছবির পরিচালনা করেছেন অভিনেতা নিজেই। অন্যদিকে পরিচলনায় দায়িত্ব সামলেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালে প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। কিন্তু তারপর থমকে গিয়েছে ছবির কাজ। অন্যদিকে শোনা যাচ্ছে, ‘মানুষ’ বলে একটি ছবিতেও দেখা যাবে অভিনেতাকে।

additiya

সম্পর্কিত খবর