বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ভারতীয় দল (Team India) ২১ রানের ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হয়েছে। এই নিয়ে দেশের মাটিতে পরপর দুবার অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ হেরেছে ভারত। এই হারের পর ভারতকে টপকে অস্ট্রেলিয়া ওডিআই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে। হারের পর গোটা দল চরম সমালোচনার মুখে পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জিনিস সমালোচিত হচ্ছেন তিনি হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এইমুহূর্তে বিশ্বসেরা। গত মাসেই গোটা ২০২২ জুড়ে ওই ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করার কারণে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন আইসিসির তরফ থেকে। কিন্তু ফরম্যাট বদল হলেই যেন স্কাইয়ের সূর্যগ্রহণ হয়ে যায়। ওডিআই এবং টেস্ট ফরম্যাটে নিজের সেরা ছন্দের ধারে কাছেও থাকেন না তিনি।
ওয়ান ডে ক্রিকেটে টানা তিন ইনিংসে গোল্ডেন ডাক করা ক্রিকেটারদের তালিকা:
● প্রমোদ্য জয়াভিক্রমা (শ্রীলঙ্কা)
● লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
● শষ গোচে (কেনিয়া)
● হামজা তাহির (স্কটল্যান্ড)
● সূর্যকুমার যাদব (ভারত)
শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই একাদশে জায়গা করে নিয়েছিলেন এবং টিম ম্যানেজমেন্টও তার ওপরে যথেষ্ট ভরসা দেখিয়েছেন। যাতে তিনি সাফল্য পান সেই জন্য তার ব্যাটিং অর্ডারে জায়গা পরিবর্তনও করা হয়েছে। কিন্তু তাও সিরিজের তিনটি ম্যাচেই প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন তিনি।
এর আগে এমন লজ্জাজনক কোনও রেকর্ড কোনও ক্রিকেটার কোনও ফরম্যাটে গড়ে দেখাতে পারেননি। এরপর সূর্যকুমারকে যথেষ্ট ব্যাঙ্গ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি বিরাট কোহলির, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলরা মন্দিরে গিয়ে ভগবানের আরাধনা করে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন। সূর্যকুমার যাদবও একই পথে হেঁটে ছিলেন। কিন্তু ভাগ্য তাকে একেবারেই সঙ্গ দেয়নি।
গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে একটি কুকুর মাঠে ঢুকে পড়েছিল। তার জন্য কয়েক মিনিট খেলা বন্ধ রাখতে হয়। সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলাররা এমনটাও দাবী করছেন যে এই কুকুরটা যতক্ষণ মাঠে কাটিয়েছিল সূর্যকুমার যাদব ব্যাতে তিনটি ম্যাচ মিলিয়ে ততক্ষণ সময় পিচে কাটাতে পারেননি। ভারতীয় দল আপাতত দু মাসে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। খুব শীঘ্রই আরম্ভ হতে চলেছে আইপিএলের ১৬ তম সংস্করণ। সেখানে মুম্বাইয়ের জার্সিতে সূর্যকুমার যাদব নিন্দুকদের জবাব দিতে পারবেন কিনা সেটা অবশ্য সময়ই বলবে।