বাংলা হান্ট ডেস্ক : রবিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টির স্পেল। আপাতত তাপমাত্রা বাড়বে এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গে (South Bengal) শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বৃষ্টির আগে পর্যন্ত বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৪%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%
কলকাতার আবহাওয়া : কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনি এবং রবিবারের বারবেলায় আকাশে কালোমেঘ ঘনিয়ে আসবে। আপাতত ২৩ থেকে ৩০ ডিগ্রীর আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া : শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরের ২৪ ঘন্টায় এই তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গ জুড়েই হাল্কা বৃষ্টির আবহাওয়া এই সপ্তাহ জুড়েই থাকতে চলেছে। আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রা বেশ খানিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে তার পরের দুদিনে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন।
আগামীকালের আবহাওয়া : শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশ কম। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকেই শুরু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে। বুধ- বৃহস্পতিবার পর্যন্ত স্পেল চলতে পারে বলে জানা গিয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে।