কয়লা, গরু পাচারের পর এবার নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াচ্ছে অনুব্রতর? ED সূত্রে বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রোমোটার-প্রযোজক অয়ন শীল (Ayan Shil)। তার গ্রেফতারির পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভার নিয়োগেও আবাধে দুর্নীতি করে বেড়িয়েছেন এই অয়ন। আর এবার সেই দুর্নীতিতে অয়ন-অনুব্রত (Anubrata Mondal) যোগের সম্ভাবনা উঠে আসছে বলে ইডি সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, অয়নের লাগামছাড়া দুর্নীতির পেছনে এক প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে। অয়নের সংস্থাকে বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়ায় বীরভূমের এক শাসকদলের নেতার যোগ পাওয়া গিয়েছে। আরও জানা গিয়েছে, সেই নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। সূত্রের দাবি, কেষ্ট-ঘনিষ্ঠ সেই নেতার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়েই পুরসভার কর্তৃপক্ষকে অয়নের সংস্থাকে দিয়ে কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য চাপ দেওয়া হতো।

শুধু তাই নয়, সূত্রের দাবি, কর্তৃপক্ষ যদি এতেও কোনোভাবে রাজি না হত তবে সেই বীরভূমের নেতা ফোনে ধরিয়ে দিতেন রাজ্যের প্রভাবশালী এক মন্ত্রীকে। তারপরেই সুরসুর করে সব কাজ হয়েছে যেত। অয়নকে জিজ্ঞাসাবাদ করেও বহু তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই ইডি জানতে পেরেছে, বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে অয়নের একটি চেন কাজ করত। বেশ কয়েকজন ‘মিডলম্যান’ তাতে কাজ করতেন। সেসব মধ্যস্থতাকারীদেরও খোঁজ চালাচ্ছে ইডি।

ed

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে বীরভূমের তৃণমূল নেতার যোগ উঠে আসতেই রাজ্যবাসীর মনে প্রশ্ন উঠছে তবে কী গরু পাচার মামলা, কয়লা পাচার মামলার পর এবার শিক্ষক কেলেঙ্কারিতেও নাম জড়াবে অনুব্রতর? উত্তরটা সময় দেবে। অন্যদিকে, ইডি সূত্রে খবর, ২০১৭ সালে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভা এলাকায় পুরকর্মী নিয়োগের প্রয়োজন তবে সেসময় বাংলার কোনও পুরসভাতেই পরীক্ষা নেওয়ার নিজস্ব পরিকাঠামো ছিল না। যার ফলে ডিরেক্টরেট অব লোকাল বডি বা ডিএলবির কাছে সাহায্য চাওয়া হয়।

সেই লোকাল বডি থেকেই নিয়োগে অয়নের কোম্পানি কাজে লাগানোর সুপারিশ যায়। এখানেই ধন্দ, কারণ তখন ধৃত অয়নের সংস্থা এবিএস ইনফোজেন একেবারেই বড় কোনো সংস্থা ছিল না। সেইসময় পুরসভায় নিয়োগের পরীক্ষার ব্যবস্থার বরাত কিকরে তার কাছে গেল সেই নিয়েও প্রশ্ন উঠছে। সূত্রের খবর, তৎকালীন সময়ে ডিএলবির একজন নেতা বীরভূমের বাসিন্দা ছিলেন। তিনিই বিভিন্ন পুরসভায় ফোন করে অয়নের কোম্পানিকে সমস্ত টেন্ডারের বরাত দেওয়ার সুপারিশ করতেন। কে এই বীরভূমের নেতা? এখনেও কী রয়েছে অনুব্রত যোগ? উত্তর খুঁজছে ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর