বাংলা হান্ট ডেস্কঃ একেই বিগত কিছুমাস ধরে নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Scam) ধুন্ধুমার দশা রাজ্যে। দুর্নীতির অভিযোগে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম সামনে এসেছে। গত বছর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই এর জোড়া তদন্তে এখনও পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। দিন দিন লম্বা হচ্ছে সেই তালিকা। এরই মধ্যে এবার দুর্নীতির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এক স্কুল শিক্ষকের (School Teacher) বিরুদ্ধে।
অভিযোগ, মেদিনীপুরের ওই স্কুল শিক্ষক ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা তুলেছেন। শুক্রবার চাকরিপ্রার্থীদের হয়ে আইনজীবী কৌস্তভ বাগচি এই অভিযোগ হাইকোর্টে তুলে ধরে মামলা দায়েরের অনুমতি চান। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) আইনজীবীর অনুমতিতে সায় দিয়েছেন ম খুব সম্ভবত আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানা। তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। বহুদিন ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক সহ নানা সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মানুষের প্রায় ৫ কোটি টাকা তোলেন তিনি। কিন্তু পরে চাকরি হয়নি কারও। এবার একজোট হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন প্রতারিত চাকরিপ্রার্থীরা।
মামলাকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, শুধু মাত্র শিক্ষক নয়, নিয়োগের একাধিক ক্ষেত্রে একাধিক পদে যে কোনও সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। এই নিয়ে জেলা পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু বারংবার অভিযোগ জানানোর পরেও তাতে কর্ণপাত করেনি প্রশাসন।
তাই এবার রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করানোর আর্জি জানিয়েছেন মামলাকারী চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতিতে কিছুদিন আগেও প্রাথমিকের এক শিক্ষক সিবিআই এর হাতে গ্রেফতার হয়। এবার পূর্ব মেদিনীপুরের স্কুল শিক্ষকের নামেও দুর্নীতির অভিযোগ তুললেন চাকরিপ্রার্থীরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে হাইকোর্টে।