‘তুই সবেতে বেশি কথা বলছিস, এরপর কিন্তু…’, কাজল শেখকে বেজায় ধমক মমতার

বাংলা হান্ট ডেস্ক : একেই বলে মুখ্যমন্ত্রীর শাসন। বীরভূমের বৈঠকে নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে (Kajol Seikh) সংবাদমাধ্যমের সামনে সব বিষয়ে কথা বলা নিয়ে বেশ ধমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। সেখানেই তিনি কাজল শেখের কথা বলায় লাগাম টেনেছেন বলে তৃণমূলের দলীয় সুত্রে খবর।

জানা যাচ্ছে, এদিন কাজল শেখকে মমতা বলেন, ‘কাজল তুই সবেতে বেশি কথা বলছিস। এরপর বললে কিন্তু আমি শোকজ করব।’ দিদি যখন এইরকমভাবে কাউকে কিছু বলেন, কারও কিছু বলার থাকে না। এদিনও কাজল দিদির মুখের উপর কিচ্ছু বলতে পারেননি বলে জানা গিয়েছে।

রাজনীতিতে কাজল অনুব্রত মণ্ডলের বিরোধী হিসাবেই পরিচিত। তাঁকে দু’মাস আগে কোর কমিটিতে নেওয়া হয়েছিল। এরমধ্যে কাজল একাধিকবার সংবাদমাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছেন। কখনও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কেন কোর কমিটির বৈঠক হয় না। কখনও বলেছেন, জেলার কিছু নেতা লুটেপুটে খাচ্ছে। এদিন সেসব বেঁফাস কথা বলা নিয়েই কাজলকে সতর্ক করলেন মমতা।

mamata

সেইসঙ্গে বীরভূমের নেতাদের মমতা নির্দেশ দেন, প্রতি সপ্তাহে জেলায় কোর কমিটির বৈঠক করতে হবে। নেতারা যাতে নিজেদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি না করেন সে ব্যাপারেও এদিন কড়া বার্তা দিয়েছে কালীঘাট। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, অভিষেক বলেছেন, জেলা সংগঠন সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলতে হলে তা বলবেন বিকাশ রায়চৌধুরী।

এদিকে, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরায়নি তৃণমূল। মমতা আগের মতোই জানিয়েছেন, বীরভূমের সংগঠন তিনি নিজে দেখবেন। তবে বৈঠক ডাকা, সমন্বয় রাখা ইত্যাদির ভার দেওয়া হয়েছে বিকাশের উপর।

Sudipto

সম্পর্কিত খবর