বাংলা হান্ট ডেস্ক : আজ সন্ধ্যা তা যেন একটু অন্যরকম। চাঁদের (Moon) ঠিক নিচে একটা তারা। কী সেটা? উজ্জ্বল এক আলোকবিন্দু ঘিরে তুঙ্গে উঠেছে শোরগোল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গার দেখা গেছে এই দৃশ্য। দেখতে পেয়েই প্রায় সকলেই ছুটেছেন মোবাইলে তা ক্যামেরাবন্দি করতেও।
এরই সঙ্গে শুরু হয় আলোচনা, জল্পনা। আসলে কী কোনও তারা, কোনও গ্রহ নাকি অন্য কিছু, মহাকাশের মহাজাগতিক আলো নিয়ে আলোচনার শেষ নেই। ইতিমধ্যে জ্যোর্তিবিজ্ঞানীরা খতিয়ে দেখতে শুরু করেন, আলোটি আসলে কিসের? জানা যায়, আসলে শুক্রগ্রহের আলো ছটায় তৈরি হয়েছে ওই আলোর বিন্দু।
জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধে হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে যে দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, একফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু। ওই উজ্জ্বল আলোকবস্তুটি আসলে শুক্র গ্রহ। কলকাতার সময় অনুযায়ী ৪ টে ৪৩ থেকে ৬ টা ৮ পর্যন্ত সময়ে চাঁদ ঢেকে ফেলেছিল শুক্র গ্রহকে (Venus)। বলা যায়, শুক্র গ্রহের গ্রহণ হচ্ছিল। ৬ টা ৮ মিনিটের মাথায় গ্রহণ ছেড়ে তা বেরিয়ে আসে। যার পর আস্তে আস্তে আস্তে চাঁদ ও শুক্রের মধ্যে ব্যবধান খানিক বাড়তে শুরু করে। যার ফলেই তৈরি হয় এই আলো।
প্রসঙ্গত, এবছর দু’বার সূর্যগ্রহণ হবে। ২০ এপ্রিল এবং ১৪ অক্টোবর, এই দু’দিন সূর্যগ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল এবং মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছে, সূর্যগ্রহণের মতো এই বছর চন্দ্রগ্রহণও দেখা যাবে দু’বার।
জানা যাচ্ছে, ৫ মে আর ২৮ অক্টোবর দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। ৫ তারিখের চন্দ্রগ্রহণ দেখা যাবে আফ্রকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। অন্যদিকে ২৮ অক্টোবরের আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে।