দুবছরে ১০ লক্ষ ছানি অপারেশনের টার্গেট পূরণ! বিনামূল্যে ১৫ লক্ষ চশমা বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকার (State Government) সর্বসাধারণের সুবিধায় বিভিন্ন জনমুখী প্রকল্প সামনে এনেছে। এমনই একটি প্রকল্প হল “চোখের আলো।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রী (Chief Minister) শনিবার এই প্রকল্পের সফলতার ব্যাপারে একটি টুইট করেছেন। ২০২১ সালে রাজ্য সরকার এই প্রকল্পটি শুরু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল চোখের সমস্যার সমাধান ও অন্ধত্ব দূর করা।

মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্প শুরু হওয়ার দুবছরের মধ্যে ব্যাপক সফলতা লাভ করেছে। মুখ্যমন্ত্রী টুইটারে (Tweeter) লিখেছেন, এই প্রকল্পের মাধ্যমে গত দু বছরে ১০ লক্ষ ছানি অপারেশন করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে ১৫ লক্ষ পড়ুয়া ও বয়স্ক মহিলাদের। মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে একটি সফলতার নজির বলে দাবি করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসাধারণের জন্য ২০২১ সালে শুরু করেন “চোখের আলো” প্রকল্প। রাজ্যের সমস্ত মানুষ এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারেন। এই প্রকল্প শুরু হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রাজ্য সরকারের তরফ থেকে “চোখের আলো” প্রকল্প শুরু করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২০ লক্ষ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।”

 

প্রয়োজনে বিনামূল্যে চশমা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এরই সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ” আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে সকলের চোখের সুস্থতা। চক্ষু স্বাস্থ্য সকলের জন্য।” সেই সময় রাজ্য সরকার জানিয়েছিল শিশু থেকে প্রবীণ, সকলেই এই প্রকল্পের মাধ্যমে চোখের চিকিৎসা করাতে পারবেন। তবে, দু’বছরের মধ্যেই এই প্রকল্প যে আলোর দিশা দেখিয়েছে একথা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর