বাংলাহান্ট ডেস্ক: বড়সড় চুরির ঘটনা ঘটল ইউটিউবার স্যান্ডি সাহার (Sandy Saha) বাড়িতে। দামী ইয়ারপড থেকে শুরু করে সোনার গয়না, নগদ টাকা চুরি হয়ে গিয়েছে! তবে ইতিমধ্যেই নাকি ধরা পড়েছে চোর। সেইসঙ্গে চুরি যাওয়া জিনিসও উদ্ধার হতে চলেছে বলে জানান স্যান্ডি। তাঁর অভিযোগের তীর কার দিকে?
সংবাদ মাধ্যমের কাছে স্যান্ডি সাহার অভিযোগ, এক সতীর্থ ইউটিউবার কিছুদিন আগে তাঁর কাছে সাহায্য চাইতে এসেছিলেন। স্যান্ডি রাজিও হয়ে গিয়েছিলেন সাহায্য করতে। তিনি এবং তাঁর এক বান্ধবী ঠিক করেছিলেন সাহায্য করবেন ওই ইউটিউবারকে। কিন্তু তারপর থেকেই একের পর জিনিস খোয়া যেতে সন্দেহ হয় তাঁদের। খোঁজ করতেই ধরা পড়ে আসল অপরাধী।
বিষ্ণুপদ নস্কর নামে অভিযুক্ত ব্যক্তির এক ইউটিউব চ্যানেল রয়েছে। স্যান্ডি জানান, কাজ শেখার কথা বলে তাঁর কাছে এসেছিলেন ওই ব্যক্তি। চাকরি ছেড়ে ইউটিউবের কাজ শিখতে চেয়েছিলেন তিনি। সতীর্থ ইউটিউবারকে ফিরিয়ে দেননি স্যান্ডি। তিনি এবং তাঁর এক বান্ধবী একসঙ্গে কাজ করেন। নিজেদের সুবিধার কথা ভেবেও রাজি হয়েছিলেন তাঁরা।
স্যান্ডি জানান, ওই ব্যক্তিকে ১০-১২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরেই শুরু হয় গণ্ডগোল। একটার পর একটা জিনিস হারাতে থাকে। স্যান্ডি জানান, তাঁর ৫২ হাজার টাকা দামের ইয়ারপড, তাঁর বান্ধবীর বাড়ি থেকে সোনার নাকছাবি, নগদ টাকাও চুরি যায়।
শেষে ইয়ারপডটি ট্র্যাক করতে লোকেশন দেখায় ওই ব্যক্তির বাড়ির কাছে। গিয়ে চেপে ধরতেই তিনি স্বীকার করেন চুরির কথা। স্যান্ডি জানান, চুরির পর তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু ওই ব্যক্তির বাবা কথা দিয়েছেন সব টাকা ফেরত দিয়ে দেবেন। তাই অভিযোগটা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্যান্ডি।