বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত বুধবারের বৈঠকের পর আজ ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর ছিল সমস্ত লাল হলুদ ভক্তদের। বৈঠকের দৈর্ঘ্য যতটাই বাড়ছিল, ঠিক ততটাই উদ্বেগও বাড়ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। কিন্তু বৈঠক শেষে ইস্টবেঙ্গল কর্মকর্তা ও ইমামি গোষ্ঠীর মধ্যে যেমন মনোভাব দেখা গিয়েছে তা দেখে কিছুটা আশার আলোর সন্ধান পাচ্ছেন লাল হলুদ ভক্তরা।
বৈঠকে একটা বিষয়ে চূড়ান্ত হয়ে গিয়েছে। স্টিফেন কনস্ট্যানটাইনের বদলে নতুন একজন কোচ আনা হতে চলেছে খুব অল্প সময়ের মধ্যেই। সেই কথা ইমামি কর্তা দেবব্রত মুখার্জি স্পষ্ট করে দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যে গত তিন বছরে কনস্ট্যানটাইনের আমলেই সবচেয়ে ভালো ফল করেছে ইস্টবেঙ্গল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভবিষ্যতের কথা ভেবে আরও কাউকে ভালো কাউকে নিয়োগ করতে চাইছেন।
বিদেশি এবং স্বদেশী ফুটবলার কেমন ভাবে আনা হবে সেই ব্যাপারটা নিয়েও কিছুটা আন্দাজ দেয়া হয়েছে। ইভান গঞ্জালেস থাকছেন এমনটা প্রায় নিশ্চিত, যদিও তার চলতি মরশুমটা খুব একটা ভালো কাটেনি। ছাড়া এমন কিছু বিদেশী আনার চেষ্টা করা হচ্ছে তারা সত্যিই দলের অগ্রগতিতে সাহায্য করতে পারবে। কোচের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আই এস এল এর অভিজ্ঞতা সম্পন্ন হলে সেটা যে অ্যাডভান্টেজ হবে টিমের পক্ষে সেটা মানছেন ইমামি কর্তাও।
এছাড়া দেশীয় ফুটবলারদের একটা লিস্ট প্রস্তুত করা হয়েছে। তাতে যদিও অনেকের নামই রয়েছে যাদেরকে হয়তো পাওয়া সম্ভব হবে না। প্রয়োজনে বিশাল ট্রান্সফার ফি দিয়ে কোন ফুটবলারকে অন্য দল থেকে ছিনিয়ে আনা যে ইস্টবেঙ্গল গরিমার সঙ্গে খাপ খায় না সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। তাই দেশীয় ফুটবলের লিস্টটা চূড়ান্ত করা হবে নতুন কোচ যিনি আসবেন তার সঙ্গে আলোচনা করেই।
বৈঠক যেভাবে এগিয়েছে তা নিয়ে সন্তুষ্ট দুই পক্ষই। এবার যে তারা অনেকটা বেশি সময় পাচ্ছেন গতবারের চেয়ে তা স্বীকার করে নিয়ে ভালো দল তৈরি করতে অঙ্গীকার করেছেন দুই পক্ষই। যদিও দেবব্রত সরকারের দু’বছরের মধ্যে ইস্টবেঙ্গল কে আইএসএল চ্যাম্পিয়ন করানোর যে তত্ত্ব রয়েছে তা কতটা সম্ভব হবে সেই নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন দেবব্রত মুখার্জি।