বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে বহু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে এই পৃথিবী থেকে। যত সময় এগিয়েছে ততই বিভিন্ন প্রাণীর মতোই কয়েকশো প্রজাতির মাছ হারিয়ে গেছে। আমরা সাধারণত সেইসব মাছকেই চিনি যাদের আমরা সচরাচর দেখতে পাই। এমন অনেক ধরনের মাছ আছে যেগুলি সাধারণত আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলি বহু প্রাচীন প্রজাতির মাছ। এমনই এক প্রজাতির মাছ হল চেকা মাছ।
২৫ হাজার বছর পুরনো এই মাছের সম্প্রতি দেখা মিলেছে জলপাইগুড়ির করলা নদীতে। এই মাছটিকে যারা প্রথম দেখছেন তারা রীতিমতো অবাক হচ্ছেন। করলা নদীতে কয়েক হাজার বছর পুরনো এই মাছের সন্ধান মিলতেই সাড়া পড়ে গেছে। করলা নদীর বুকে নতুন ভাবে উৎসাহ জুগিয়েছে এই চেকা মাছ। কয়েকজন জেলে নিজেদের জীবিকার উদ্দেশ্যে করলা নদীতে প্রতিদিনই মাছ ধরতে যান।
তাদের জলে সাধারণত ধরা পড়ে নানা প্রজাতির ফলি, টেংরা, শোল মাছ। অন্যান্য দিনের মতো এদিনও কয়েকজন জেলে মাছের সন্ধানে গিয়েছিলেন করলা নদীতে। সেদিন তাদের জালে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে এই অদ্ভুত আকৃতির মাছটি। এরপর তারা জানিয়েছেন যে ধরা পড়া এই অদ্ভুত আকৃতির মাছের নাম চেকা। এই মাছটির অপর নাম হল গ্যানগ্যানে বা গন গইন্যা।
এই মাছটি গ্যান-গ্যান করে শব্দ করার কারণে এই ধরনের নাম দেওয়া হয়েছে। জলপাইগুড়ির সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত এই বিষয়ে বলেছেন, এই মাছটি ২৫ হাজার বছর পুরনো। আগে এর আকৃতি অনেক বড় ছিল। কিন্তু বর্তমানে এটি ছোট হয়ে গিয়েছে। করলা নদী ও তার সংলগ্ন জায়গায় দূষণের মাত্রা বেশি থাকার কারণে এমনটা ঘটেছে বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে এই মাছটি বিভিন্ন পুকুর ও বিলে দেখা যেত। কিন্তু বর্তমানে এই মাছের সংখ্যা খুবই কমে গেছে। এই মাছটি সর্বোচ্চ ২০ সেমি পর্যন্ত দৈর্ঘ্যের হয়ে থাকে। এই মাছের শরীর অমসৃণ ও কালো রংয়ের। এই মাছটি সাধারণত খাওয়া হয়না। একুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছকে রাখা হয়। সাধারণত কুৎসিত চেহারার জন্য এই মাছটিকে খাওয়া হয় না।