বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তান (Pakistan) চরম অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছে। এমতাবস্থায়, রমজানের আবহে মুদ্রাস্ফীতির কারণে জর্জরিত সেখানকার মানুষ। ইতিমধ্যেই সেদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানে কলার দাম ৫০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি, আঙুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৬০০ টাকায়।
এদিকে, স্বাভাবিকভাবেই এহেন ভয়াবহ মুদ্রাস্ফীতির আবহে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই রীতিমতো ব্যয়বহুল হয়ে উঠছে সেদেশে। পেঁয়াজের দাম বেড়েছে ২২৮.২৮ শতাংশ। পাশাপাশি, আটার দাম বেড়েছে ১২০.৬৬ শতাংশ। শুধু তাই নয়, পাকিস্তানে বর্তমানে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ৮১.১৭ শতাংশ।
এদিকে, পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান অর্থনৈতিক সঙ্কটের হাত থেকে পাকিস্তানকে উদ্ধার করতে গত রবিবার লাহোরে এক জনসভায় পিটিআই-এর ১০-দফা রোডম্যাপ পেশ করেছেন।
পিটিআই-এর ১০ দফা রোডম্যাপ উপস্থাপন করে, প্রাক্তন প্রধানমন্ত্রী জানান যে, বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে বিদেশে থাকা পাকিস্তানিদের উৎসাহিত করতে হবে। যার ফলে সাহায্যের জন্য বারবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়বে না। পাশাপাশি, তিনি আরও বলেন, “যারা পণ্য রপ্তানি করেন এবং দেশে ডলার নিয়ে আসেন আমরা তাঁদের সবাইকে সাহায্য করব।”
https://twitter.com/arifaajakia/status/1640188342426824704?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640188342426824704%7Ctwgr%5E361da4799af34b19615f2eb0a5cc5bc1dbbb7e8e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fpakistan-china%2Fpakistan-inflation-broke-all-records-you-will-be-shocked-to-hear-the-prices-of-bananas-and-grapes%2F1628391
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গুরুতর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তান, IMF-এর কাছ থেকে ঋণের আশায় রয়েছে। ফেব্রুয়ারির শুরু থেকেই, ১.১ বিলিয়ন ডলারের ঋণের বিষয়ে পাকিস্তান এবং IMF-এর মধ্যে আলোচনা চলছে। মূলত, ওই ফান্ডটি IMF কর্তৃক অনুমোদিত ৬.৫ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের অংশ। এমন পরিস্থিতিতে, পাকিস্তান IMF-এর শর্ত মেনে নিলে সেই দেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারে। উল্লেখ্য যে, পাকিস্তানকে ঋণ দিতে কড়া শর্ত আরোপ করেছে IMF।