পঞ্চায়েত ভোটের আগে দিল্লিতে শুভেন্দু, দেখা করলেন অমিত শাহের সঙ্গে! সাক্ষাৎ ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতিতে কার ভূমিকা বেশি হবে সেই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে বিজেপি নেতাদের মধ্যে। আগামীকাল মঙ্গলবার বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সংসদ চলাকালীন সময় বের করে তাঁদের সঙ্গে বৈঠকের কথা জানান তিনি। বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্ব বাংলার সব সাংসদই যাবেন মোদির ডাকা আলোচনা চক্রে।

কিন্তু এর আগে পদক্ষেপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আজ সোমবারই তিনি পৌঁছে গিয়েছেন দিল্লি। বিজেপির দলীয় সূত্রের খবর, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও নাকি কথা বলেন তিনি।

বঙ্গ বিজেপিতে শুভেন্দুর বিরুদ্ধে অতিসক্রিয়তা, দলকে না জানিয়ে একাধিক কর্মসূচি পালন-সহ নানা অভিযোগ উঠে আসে দলের ভিতরেই। এর জেরে আরও জটিল হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই সমস্যার সমাধান করতেই কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নেবেন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আগামীকাল মঙ্গলবার, ২৮ মার্চ বাংলার সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানান নমো। জানা যাচ্ছে, এ রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবর নিতে পারেন তিনি।

suvendu nadda

এরই মধ্যে আজ সোমবারই দিল্লি (Delhi) পাড়ি দিলেন নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সংসদে তিনি অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে প্রায় ৩০ মিনিট ধরে কথা বলেছেন। এছাড়া জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন তিনি। এর পরই জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতির অলিন্দে।

রাজনৈতিক মহলের একাংশের মত, সুকান্তরা তাঁর বিরুদ্ধে মোদির কাছে অভিযোগ করতে পারেন, এই আশঙ্কা থেকে শুভেন্দু নিজেই দৌড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। রাজ্যে চলতে থাকা রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাঁকে জানিয়ে নিজের পক্ষ রাখতে চাইছেন শুভেন্দু। যার জেরে সুকান্তদের নালিশের পর তাঁর কোনও ভাবমূর্তি নষ্ট না হয়।

Sudipto

সম্পর্কিত খবর