জল্পনার অবসান! এই তারকা ক্রিকেটারকে শ্রেয়সের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার দিলো KKR

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) যে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলের (IPL 2023) প্রথম ভাগে পাবে না এটা পুরোপুরি নিশ্চিত। কিন্তু মিলিয়ন ডলার লিগের দ্বিতীয় ভাগে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো নানান রকম জল্পনা রয়েছে। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হতে পারেন সেই নিয়ে জল্পনা চলছিল। আলোচনায় উঠে আসছিল সাকিব আল হাসান থেকে আন্দ্রে রাসেলেরও নাম।

কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটে শেষ পর্যন্ত কেকেআর ঘোষণা করলো পরের মরশুমে নিজেদের অধিনায়কের নাম। আসন্ন মরশুমের শুরুর থেকে দলকে নেতৃত্ব দেবেন কেকেআরের বাঁ-হাতি ব্যাটার নীতিশ রানা (Nitish Rana)। এতদিন ধরে এই ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। তাই শ্রেয়শের অনুপস্থিতিতে তার কাঁধেই এলো এই গুরুদায়িত্ব।

রানা নিজের রাজ্যের দিল্লির টি-টোয়েন্টি দলকে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ১২ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৮ টি ম্যাচে দিল্লি জয় পেয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৮ সাল থেকে তিনি মোট ৭৪ টি ম্যাচ খেলেছেন এবং ১৩৫-এর উপরে স্ট্রাইক রেট রেখে ১৭৪৪ রান করেছেন।

কেকেআরের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমরা আমাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারের সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী। তার সঙ্গে আমরা ভাগ্যবান যে নীতিশ রানা আমাদের দলে রয়েছেন, যার নিজের রাজ্য টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিন কেকেআরের হয়ে খেলছেন। তিনি অবশ্যই খুব ভালো কাজ করবেন। চন্দ্রকান্ত পন্ডিত এবং বাকি সাপোর্ট স্টাফরা তাকে সবসময় সহায়তা করবেন।”

রানা গত মরশুমে ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। গত মরশুমে ১৪ ম্যাচ খেলে তিনি ৩৬১ রান করেছিলেন এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় দেড়শোর কাছাকাছি। গতবছর নাইট রাইডার্স আটটি ম্যাচ ছেড়েছিল এবং ছটি ম্যাচ জিতেছিল। এ বছর নীতিশ রানার নেতৃত্বে সেই রেকর্ড উন্নত হয় কিনা তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেকেআর ভক্তরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর