বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আধার কার্ডের (Aadhar Card) সাথে PAN কার্ডের (PAN Card) লিঙ্ক করার বিষয়ে সর্বত্রই তুমুল ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। কারণ, এই লিঙ্কিংয়ের ক্ষেত্রে শেষ দিন ছিল আগামী ৩১ মার্চ। শুধু তাই নয়, এই লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN কার্ড। যার ফলে আর্থিক লেনদেনের পাশাপাশি আয়কর দাখিলেও হবে সমস্যা। তবে, এবার একটি বড়সড় ঘোষণা করল সরকার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার ফের একবার PAN কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে সরকারের তরফে। যার ফলে দেশের নাগরিকরা এখন ৩০ জুন ২০২৩-এর মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ, ৩১ মার্চের পরিবর্তে এই লিঙ্কিংয়ের শেষ তারিখ হল ৩০ জুন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর মাধ্যমে আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ অতীতে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। এদিকে, আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক করার বিষয়ে আয়কর দফতরও বহুবার জানিয়েছে। পাশাপাশি, এই লিঙ্কিংয়ের শেষ দিনটির প্রসঙ্গেও একাধিকবার সতর্কতা জানিয়েছে তারা।
জানিয়ে রাখি যে, ৩১ মার্চ ২০২২-এর আগে আধারের সাথে PAN লিঙ্কের বিষয়টি বিনামূল্যে করা যেত। যদিও, তারপরে ১ এপ্রিল, ২০২২ থেকে ৩০ জুন, ২০২২-এর মধ্যে এই লিঙ্কের ক্ষেত্রে খরচ ধার্য করা হয় ৫০০ টাকা। তবে, এখন ১,০০০ টাকা জরিমানা দিয়ে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত আধারের সাথে PAN লিঙ্ক করা যাচ্ছিল।
সেই সময়সীমাই এবার ৩০ জুন, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই, PAN নিষ্ক্রিয় হওয়ার আগেই অবশ্যই সেটিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে ফেলুন। মূলত, PAN-এর সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। শুধু তাই নয়, আপনি এটি আপনার বাড়িতে বসে অনলাইনেও করতে পারেন।