সৌরভকে অনুসরণের প্রয়োজন নেই! IPL শুরুর আগে কালীঘাটে পুজো দিয়ে মন্তব্য KKR ক্যাপ্টেন নীতিশ রানার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র তিনটে দিন। তারপরেই আরম্ভ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণ। গুজরাট টাইটান্স (Gujrat Titans) বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) ম্যাচ দিয়ে পুরো তিন বছর পর সম্পূর্ণ স্বাভাবিকভাবে আরম্ভ হবে আইপিএল যদিও কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচটা খেলবে ১লা এপ্রিল, মোহালিতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। এরপর ৬ই এপ্রিল ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম হোম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হবে নাইটরা।

নিজেদের আইপিএল অভিযান শুরু করার আগে চলতি মরশুমে একজন নতুন অধিনায়ক পেয়েছে কেকেআর ভক্তরা। চোটগ্রস্ত নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বদলে দলকে নেতৃত্ব দেবেন গত পাঁচ বছর ধরে দলের সঙ্গে যুক্ত থাকা দিল্লির ক্রিকেটার নীতিশ রানা (Nitish Rana)। আজ নাইট রাইডার্স অধিনায়ক রানা মরশুম শুরুর আগে কালীঘাটে (Kalighat) পৌঁছে মা কালীর কাছে নিজের দলের জন্য প্রার্থনা করেছেন।

শ্রেয়স আইয়ারের বদলে তিনি অধিনায়ক হওয়ার পর আজ নিজের প্রথম সাংবাদিক সম্মেলনও করেছেন তিনি। সেখানে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন নাইট অধিনায়ক। কেকেআর তারকাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ধোনি, গম্ভীর, কোহলি বা সৌরভ গাঙ্গুলীর মধ্যে কার অধিনায়কত্বর নীতি অনুসরণ করতে চলেছেন।

এর একটি বলিষ্ঠ জবাব দিয়েছেন রানা। তিনি বলেছেন যে তিনি অন্য কাউকে দেখে প্রভাবিত হতে চান না। তিনি প্রত্যেককেই সম্মান করেন কিন্তু কাউকেই অনুসরণ করবেন না। নিজের যখন যেটা দলের জন্য ভালো মনে হয়, সেটাই করবেন তিনি। তার এই মন্তব্য শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড:
শ্রেয়স আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিংকু সিং, নারায়ণ জগদিশন, সুয়শ শর্মা, ডেভিড ওয়েইসে, কুলবন্ত কেজরোলিয়া, মনদীপ সিং, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর