বাংলাহান্ট ডেস্ক: আবাস যোজনা প্রকল্পে (Awas Yojana) বাংলার জন্য কোনো টাকাই বরাদ্দ করা হয়নি কেন্দ্রের তরফে। লোকসভায় তৃণমূল (Trinamool Congress) সাংসদ দেবের (Dec) প্রশ্নের উত্তরে প্রকাশ্যে এসেছে এমনি বিষ্ফোরক তথ্য। ২০২২-২৩ অর্থবর্ষে শুধুমাত্র বাংলার জন্যই আবাস যোজনায় কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। একথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
বিভিন্ন সরকারি খাতে জনগণের জন্য রাজ্য সরকারগুলিকে টাকা পাঠায় কেন্দ্র। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, বাংলাকে প্রাপ্য অর্থ পাঠানোর ব্যাপারেই হাত গুটিয়ে নেয় কেন্দ্রের সরকার। বারবার বঞ্চিত করা হয় পশ্চিমবঙ্গকেই। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তুলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী।
এর মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। লোকসভায় লিখিত প্রশ্ন করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ২০২২-২৩ অর্থবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই আবাস যোজনার জন্য কোনো টাকা দেওয়া হয়নি।
কেন্দ্রীয় সরকারের স্বীকারোক্তিতে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলাকে শুকিয়ে মারার ষড়যন্ত্র করা হচ্ছে। কেন্দ্রের তরফে পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক বার টিম পাঠানো হয়েছিল। কিন্তু তারা কোনো অভিযোগ না পেয়েই ফিরে গিয়েছে এবং বাংলাকে ক্লিনচিট দিয়েছে বলে দাবি জয়প্রকাশের।
তবুও কেন টাকা দেওয়া হল না? তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, ওটা জনগণের প্রাপ্য টাকা। কেন্দ্রের জমিদারি হাবভাব ছাড়তে হবে। প্রায় ১৫ হাজার কোটি টাকা নাকি বাংলার প্রাপ্য রয়েছে।
বিজেপির তরফে অবশ্য ঘুরিয়ে তৃণমূলকেই খোঁচা দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, ওটা কেন্দ্র বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাকা নয়। জনগণের টাকা যাতে সঠিক ভাবে খরচ হয় সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু যেহেতু বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাই কেন্দ্রের তরফে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।