বাংলা হান্ট ডেস্কঃ আজ বৃহস্পতিবার রামনবমী (Ram Navami)। এই উপলক্ষে রাজ্য জুড়ে এক হাজারেরও বেশি মিছিলের উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির। তবে মিছিল হলেও যাতে কোনোরকম কোনো অশান্তি না হয় তার জন্য বিরোধীদের কড়া ভাষায় সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অশান্তি তৈরি করলে সরকার চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো।
বুধবার রেড রোডের ধরনা মঞ্চে থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘মিছিল-মিটিং করার অধিকার সবার আছে। কিন্তু দাঙ্গা করার অধিকার কারও নেই। আমি সবাইকে বলব, শান্তিতে অন্নপূর্ণা পুজো করুন, রামনবমী পালন করুন। রমজান মাস পালন করুন। কিন্তু আইন হাতে তুলে নেবেন না।’
সূত্রের খবর, রামনবমী উপলক্ষে রাজ্যে এক হাজারেরও বেশি মিছিলের উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি ধুমধাম করে রামনবমী পালনের লক্ষ্যে আজ ১ কোটি মানুষকে পথে নামানোর ডাক বিজেপির। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘বৃহস্পতিবার রাজ্যের ১ কোটি রামভক্ত রাস্তায় থাকবে।’ শুভেন্দু অধিকারীর এদিন তিনটি মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে। নিজের বিধানসভা নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও কলকাতা রামলীলা ময়দানের মিছিলে যোগ দেবেন তিনি।
প্রসঙ্গত, আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপি কোনও শোভাযাত্রা না করলেও দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন সামাজিক সংগঠনের শোভাযাত্রায় সামিল হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের ধারণা, রামনবমীর দিন অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে বিজেপি ও কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। সম্প্রতি কয়েকজন বিজেপি নেতার গলাতেও রামনবমীর দিন অস্ত্র মিছিলের হুঁশিয়ারিও শোনা গিয়েছে। তাই কোনোরকম অশান্তি যাতে না হয় সেজন্য আগেভাগেই কড়া সতর্কতা মুখ্যমন্ত্রীর।
এই প্রসঙ্গে মমতা বলেন, ‘একজন গুণ্ডা বলছে…টিভিতে রেকর্ড আছে, রামনবমীর দিন যা অস্ত্র পাব, নিয়ে বেরোবো। দেখব কে কী করতে পারে! আরে তোর যা অস্ত্র আছে, তাই নিয়ে যা। আমি রামবনমীর মিছিল আটকাব না। কিন্তু মনে রেখো, মিছিল আমরাও করব, তোমরাও করবে। রমজান মাসও চলছে। রোজার মাসও চলছে। মুসলিম এলাকায় গিয়ে হামলা করলে মনে রেখো, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।’