বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমটা শুরু হয়েছিল ডুরান্ড কাপ (Durand Cup) জয় দিয়ে। তারপর আইএসএলে যাত্রা শুরু করার সময় কিছুটা ব্যাকফুটে থাকলেও নতুন বছর শুরু হওয়ার পর তারা পরপর ম্যাচ জিতে আইএসএলের (ISL 2022/23) ফাইনাল অবধি পৌঁছেছিলেন। আর সেই যাত্রায় বড় ভূমিকা পালন করেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ফাইনালেও তিনি গোল পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত টাইব্রেকারে তাদের হারতে হয়েছিল। এরপর তিনি ভারতীয় দলের (Indian Football Team) হয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টও (Hero Tri Nation Cup) জেতেন।
সুপার কাপ শুরু হওয়ার আগে আপাতত দু একদিন বিশ্রাম নিচ্ছেন ভারতীয় অধিনায় সুনীল ছেত্রী। সুপার কাপে কিংবদন্তী ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোল সংখ্যাকে টপকে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এই মুহূর্তে অবসর না নেওয়া ফুটবলারদের মধ্যে শুধুমাত্র মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার চেয়ে আগে। কিংবদন্তি তার সঙ্গে তার নাম উচ্চারণ হওয়া তৃতীয় রয়েছে তার মনে।
এরই মধ্যে নিজের হাতে থাকা অল্প অবসর সময়টা উপভোগ করতে কলকাতায় নিজের শ্বশুরবাড়িতে এসেছেন সুনীল। গোটা কেরিয়ারটা নিজেকে কঠোর অনুশাসনে বেঁধে রাখা সুনীল বউয়ের আবদার রাখতে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকাও খেয়েছেন। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুনীলের বউ সোনম।
অনেকেই পোস্টটি দেখে মজা করে বলেছেন নিজের জামাইকে এই অবস্থায় দেখে এবার ধমক লাগাতেই পারেন সুব্রত ভট্টাচার্য। সুনীল এমনিতে অত্যন্ত সংযমে জীবন যাপন করে এবং তার সেই জীবনযাত্রায় যে ফুচকার কোনও স্থান নেই তার সকলেই জানেন। কিন্তু বউয়ের আবদার হয়তো সবসময় ফেলা যায় না।
সুনীল ছেত্রী এই দেশের কিংবদন্তি ফুটবলার হলেও চলতি মরশুমে কিছুটা যেন নিজের ধার হারিয়ে ফেলেছেন তিনি। মরশুমের শেষ দিকে বেঙ্গালুরু এফসি কোচ তাকে কিছুটা পরিবর্ত ফুটবলার হিসেবেই ব্যবহার করেছেন। ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মায়ানমারের বিরুদ্ধেও অনেকগুলো গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। এই মুহূর্তে ৩৮ বছর বয়সে শুনেন আর খুব বেশিদিন হয়তো নিজের ফুটবল খেলা চালিয়ে যেতে চাইবেন না।