বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে ফের রাজ্যে উদ্ধার তাজা বোমা (Bomb Recovered)। এবার সরাসরি শাসকদলের কর্মীর (TMC Worker) নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা। বৃহস্পতিবার সাত সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ অন্যদিকে, জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী রিন্টু কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ঘনিষ্ঠ বলেই। এই নিয়েই শুরু শাসক-বিরোধী তরজা।
জানা গিয়েছে এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি (Kamarhati) থানার পুলিশ ষষ্ঠীতলার ওই আবাসনে অভিযান চালায়। এরপরই তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী৷ এলাকায় ওই কর্মী মদন মিত্রের ঘনিষ্ঠ হওয়ায় চৰ্চা শুরু হয়েছে নানা মহলে। তুঙ্গে বিতর্ক।
অভিযুক্তর খোঁজ চালাচ্ছে কামারহাটি থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মুখ খুলতে নারাজ। এলাকার তৃণমূল নেতা কমল দাস জানান, “আইন আইনের পথে চলবে। মদন মিত্র আমাদের জননেতা। তার সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সঙ্গে কারও ছবি থাকলে তার ঘনিষ্ঠ হবে তেমন নয়।”
তৃণমূলের পাল্টা দাবি, পরিকল্পিতভাবে মদন মিত্রের নামে কুৎসা রটাতেই এই চক্রান্ত করা হয়েছে৷ তবে ঘটনাকে ইস্যু করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা কিশোর কর বলেন, “কামারহাটি অঞ্চলে মদন মিত্র দুষ্কৃতীদের সঙ্গে করে ঘোরাফেরা করেন। তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।”
পাশাপাশি বিজেপি নেতার আরও অভিযোগ, ‘‘এই ধরনের ঘটনা দেখে কেউ আর তৃণমূল কংগ্রেস দল করতে চাইছে না৷ আসলে তৃণমূল দলটাই পুরো অসামাজিক কার্যকলাপে ভরে গিয়েছে৷’’ রাজনৈতিক তরজার বাইরে সাতসকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতঙ্কে এলাকাবাসী।