‘ময়দানের’ হাত ধরে বলিউডে রুদ্রনীল! দেখা যাবে এই সুপারস্টারের সঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সময়টা বেশ ভালো যাচ্ছে টলিউড (Tollywood) অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। চলতি সপ্তাহের সোমবারই তিনি জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। আর এবার সময় এসেছে বি-টাউনে পাড়ি দেওয়ার।অমিত শর্মা পরিচালিত বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা ছবি ‘ময়দান’-এ দেখা যাবে বাংলার এই অভিনেতাকে ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার আগেই তুলে ধরেছিলেন অভিনেতা।

বৃহস্পতিবার অর্থাৎ ৩০ তারিখ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবির টিজার। সুপারস্টার অজয় দেবগন এবং রুদ্রনীল ঘোষ তাঁদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ছবির টিজার। সত্য ঘটনা অবলম্বনে তৈরী হয়েছে ‘ময়দান’। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল।

Rudranil Ghosh

ইতিমধ্যেই বি-টাউনে নিজেদের জমি শক্ত করে ফেলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য্য সহ টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম জুড়লো রুদ্রনীলের। জানা যাচ্ছে, চলতি বছরের জুন মাসে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)

সৈয়দ আব্দুল রহিম কিভাবে জীবনের ঘাত-প্রতিঘাত সহ্য করে লড়াই ময়দানে টিকে ছিলেন সেই গল্পই ফুটে উঠবে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ ছবিতে। এই বিষয়ে জানাতে গিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘২০১৯ সালে থেকে শুরু হয়েছিল কাজ। প্রায় ৭০ শতাংশ শুটিং হয়ে গেছিল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় লকডাউন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের শুরু হয় কাজ’।

 

View this post on Instagram

 

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)

অভিনেতার সংযোজন, ‘অজয় দেবগনের মত একজন সুপারস্টারের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যি গর্বিত। যদিও প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি এমন সুযোগটাও আসবে আমার কাছে। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছি’।

X