ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তির তালিকায় শীর্ষে মোদী, সেরা দশে বিরাট চমক! রইল লিস্ট

বাংলাহান্ট ডেস্ক: ভারতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কারা? কাদের হাতে রয়েছে চূড়ান্ত ক্ষমতা? কোন পদে বসে রয়েছেন তাঁরা? শীর্ষস্থানেই বা রয়েছেন কোন ভারতীয়? ভারতে (India) অধিকাংশ ক্ষমতা রয়েছে কাদের হাতে? প্রকাশিত হয়েছে ভারতের ১০০ জন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির তালিকা। প্রথম দশে কারা আছে জানেন? কত নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি? যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীই বা কত নম্বরে রয়েছেন? কে কাকে ছাপিয়ে গেলেন এ বছর? এক নজরে দেখে নিন ভারতের সেরা ১০ জন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির তালিকা।

প্রতি বছরই ভারতের ১০০ জন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির তালিকা প্রকাশ করে সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস। এ বছরও এই তালিকা প্রকাশ করেছে তারা। কারা রয়েছেন সেরা দশে? কে কাকে টপকে গেলেন?

Ajit Doval 41098

১। দশম স্থানে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। গত বছরের থেকে দুই ধাপ নীচে নেমেছেন তিনি। ২০২২ সালে তিনি ছিলেন অষ্টম স্থানে। এ বছর তাঁর বয়স হল ৭৮ বছর।

Mukesh Ambani 1

২। এরপর নবম স্থানে রয়েছেন দেশের অন্যতম ধনী ব্যক্তি রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনিও গত বারের তুলনায় এ বছর কিছুটা নীচে নেমে গিয়েছেন। ২০২২ সালে তিনি ছিলেন পঞ্চম স্থানে। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর।

nirmala sitharaman

৩। তালিকায় এরপর রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ৬৩ বছরের অর্থমন্ত্রীর উত্থান হয়েছে এই তালিকায়। গত বছর তিনি ছিলেন দশম স্থানে। ২০২৩ সালের তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে।

j p nadda

৪। এরপর সপ্তম স্থানে রয়েছেন বিজেপি-র জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। এ বছর ৬২ বছরে পা দিচ্ছেন তিনি। তাঁরও ক্ষমতা কিছুটা হ্রাস হয়েছে গত বারের তুলনায়। ২০২২ সালে তিনি ছিলেন চতুর্থ স্থানে। 

mohan bhagwat 2

৫। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat)। ৭২ বছরের ভগবতের ক্ষমতা অনেকটাই অমেছে। গত বছর তিনি ছিলেন তৃতীয় সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি।

yogi adityanath kb

৬। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রয়েছেন পঞ্চম স্থানে। তিনি এ বছর ৫০ বছরে পড়ছেন। গত বছর তাঁর স্থান ছিল ছ’নম্বরে।

dy chandrachud

৭। এরপর চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud)। ৬৩ বছর বয়সি এই বিচারপতির ক্ষমতা অনেকটাই বেড়েছে। ২০২২ সালের তালিকায় তিনি ছিলেন ১৯ নম্বরে। সেখান থেকে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

s jaishankar

৮। তালিকায় এরপর নাম রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)। তাঁরও অনেকটাই ক্ষমতা বৃদ্ধি হয়েছে। গত বছর তিনি ছিলেন ১৫ নম্বরে। এ বছর তৃতীয় স্থান অধিকার করেছেন জয়শঙ্কর।

amit shah 2

৯। দ্বিতীয় স্থানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি এ বছর ৫৮ বছরে পড়ছেন। তাঁর স্থান বা ক্ষমতায় কোনও পরিবর্তন হয়নি। গত বছরও একই স্থানে ছিলেন তিনি।

Narendra Modi 8

১০। তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো তাঁরও স্থান পরিবর্তন হয়নি। ৭২ বছরের মোদীও রয়েছেন একই জায়গায়। অর্থাৎ এই মুহূর্তে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Subhraroop

সম্পর্কিত খবর