বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় বঙ্গ। বিগত কিছুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারির কাণ্ডে একে একে গ্রেফতার হয়েছেন বহু তৃণমূল নেতা মন্ত্রীরা। সেই তালিকাতেই নাম রয়েছে হুগলীর তৃণমূল যুবর নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। যদিও বর্তমানে দল থেকে বিতাড়িত তিনি। দল তাকে বহিষ্কার করলেও তৃণমূলের যুবরাজের প্রতি এখনও অগাধ আস্থা জেলবন্দি কুন্তলের।
বৃহস্পতিবার জেল যাওয়ার পথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর অনুরোধ নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের। তার কথা, “বাড়িতে কেউ নেই। শুধু আছে মা, সন্তান আর স্ত্রী। তারা নিরাপত্তার অভাবে ভুগছে।“ এরপরই অনুরোধ জানিয়ে কুন্তল বলেন তার পরিবারের সদস্যদের যেন নিরাপত্তার ব্যবস্থা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতকাল কুন্তলের জেল হেফাজতের মেয়াদ শেষে তাকে ফের হাজির করা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তবে এদিন আদালতে প্রবেশের আগেই মুখ খোলেন কুন্তল ঘোষ। বড়সড় অভিযোগ তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। বিস্ফোরক দাবি করে কুন্তল বলেন, ইডি জোর করে তার মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বের করার চেষ্টা করছে।
একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তিনি পাশে এসে দাঁড়াবেন। এই প্রসঙ্গে সাংবাদিকরা কুন্তলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানেই আমাদের বুক চওড়া করা।”
তার কথায়, ” বারবার একটা কথা বলি, এজেন্সি বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শ দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক সিধা করে চলি।”