বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচেই জমে গেল আইপিএল। সিএসকের হয়ে একা কুম্ভে পরিণত হয়ে মরিয়া লড়াই করলেন রুতুরাজ গায়কোয়াড। আইপিএলের প্রথম ম্যাচেই প্রায় শতরানের মুখ দেখে ফেলেছিলেন দর্শকরা। শামি, রশিদদের সামলে অসাধারণ ব্যাটিং করলেন তিনি। শেষপর্যন্ত ৫০ বলে ৯২ রানের একটা অসাধারণ ইনিংস খেলে আলঝারী জোসেফের বলে আউট হন তিনি।
উল্টোদিকে দুর্দান্ত বোলিং করেন রশিদ খান ও মহম্মদ শামি। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের রানের গতি কিছুটা আটকে দেন। তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন শামি। আলঝারী জোসেফ ২ উইকেট নিলেও তিনি ৪ ওভারে ৩৩ রান দেন।
এদিন অসাধারণ উইকেটকিপিং করে রশিদ খানকে ২টি উইকেট তুলতে সাহায্য করেছেন ঋদ্ধিমান সাহা। মজার ব্যাপার হলো রুতুরাজ গায়কোয়াড ছাড়া আর কোনও ক্রিকেটারকে দেখে মনে হয়নি যে পিচ ব্যাটিংয়ের জন্য উপযোগী। দুর্ভাগ্যবশত একটি ফুলটস বলে ছয় মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।
শেষ ওভারে একটি ছক্কা ও একটি চার মেরে দলকে ১৭৮-এর স্কোর অবধি পৌঁছে দেন ধোনি। নিজে অপরাজিত থাকেন ৭ বলে ১৪ রান করে। গুজরাটের জন্য আসল চিন্তার ব্যাপার হলো কিউয়ি তারকা কেন উইলিয়ামসনের চোট। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। যদিও ২ টি রান বাঁচাতে পেরেছিলেন তিনি। তিনি সম্পূর্ণ সুস্থভাবে ব্যাট করতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ থাকছে।