বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার রাতের পর শনিবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। রোদের দেখা মেলেনি বললেই চলে। বরং মেঘেই ঢাকা থেকেছে আকাশ। এরইমধ্যে আবহাওয়া দফতর জানাল, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি (heavy rainfall) আসছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। শুধু তাই নয়, গোটা দক্ষিণবঙ্গে (yellow alert) জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%
আজকের আবহাওয়া : আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে উত্তরে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। এই প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা ঝড়বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে। তবে ২ তারিখের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টা ঝড়বৃষ্টির প্রভাব বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।