‘রাজ্যের সবথেকে বড় চোর”, অভিষেককে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৌমিত্রর

বাংলাহান্ট ডেস্ক: চাকরি বিক্রি থেকে গরু পাচার – একাধিক দুর্নীতির অভিযোগে বেজায় অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল (Trinamool Congress)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীর নাম। এই নিয়ে বরাবরই বিরোধী দলগুলির নিশানায় রয়েছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে উপচে পড়ছে মানুষের ক্ষোভ। বিভিন্ন দুর্নীতিতে ভুক্তভোগী সহ সরকারি কর্মীদের একাংশও অংশ নিয়েছেন বিক্ষোভে। 

নিজেদের আত্মরক্ষার্থে বিরোধী দলগুলিকেও কটাক্ষ করতে ছাড়ছেন না শাসক দলের প্রতিনিধিরা। অভিযোগ, পালটা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এ বার একেবারে চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। “চোরেদের মাঝে যদি দাঁড়িয়ে ছোটদের মাফিয়া বলেন, এই আমি কি চোর? তাহলে বাকি চোরেরা কী বলবেন?” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি-র এই নেতা। 

soumitra khan

উল্লেখ্য, এক সময় তাঁর হাতেই ছিল শাসক দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এখন তিনি বিষ্ণুপুরের বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ। নিজের লোকসভা কেন্দ্রে রামনবমী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কটাক্ষ করলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চোর বলে বিঁধলেন তিনি। 

প্রসঙ্গত, বুধবার শহিদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলা ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চলা তদন্তগুলির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। বলেছিলেন, তাঁকে যদি কেউ চোর বলে প্রমাণ করতে পারেন, তাহলে শহিদ মিনারে প্রকাশ্যে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করবেন বলে তোপ দাগেন তিনি। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে তীব্র আক্রমণ করলেন বিজেপি-র এই সাংসদ। 

abhishek banerjee new

উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরোক্ষভাবে মদত দেওয়ার অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ। তাঁর প্রশ্ন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এত চুরি কীভাবে হল?” পাশাপাশি, যুব তৃণমূল কংগ্রেসের সবাইকেই চোর বলে কটাক্ষ করেন তিনি।” সৌমিত্রবাবুর দাবি, রাজ্যের প্রতিটা ব্লকেই চোর ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও দাবি করেন, অভিষেক কখনই শহিদ মিনারে ফাঁসি নেবেন না। 

বাংলার মানুষ তাঁদের শাস্তি দেবেন বলে দাবি করেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তবে এ বার সরাসরি তৃণমূলের এই নেতাকে চোর বলে কটাক্ষ করলেন তিনি।

Subhraroop

সম্পর্কিত খবর