অয়ন ঘনিষ্ঠ ১৫ জন প্রভাবশালী ED-র আতস কাঁচের নিচে! জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তোলপাড় রাজ্য। শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু জনা। সম্প্রতি এই মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছে একাধারে প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীল (Ayan Shil)। অয়নকে গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে। আর এবার অভিযুক্তকে জেরা করে উঠে এল প্রভাবশালী যোগ!

ইডি সূত্রে খবর, বর্তমানে পনেরো জন প্রভাবশালী রয়েছে ইডির নজরে। তদন্তে এও জানা গিয়েছে কলকাতার এক প্রভাবশালীর ভাগে ভাগে এজেন্ট মারফত ২৬ কোটি টাকা দিয়েছিলেন অয়ন। এই প্রভাবশালী ও তার ঘনিষ্ঠ এজেন্ট এবার ইডির আতস কাঁচের নীচে। ওই এজেন্ট কলকাতার এক প্রভাবশালী ঘনিষ্ঠ বলেও খবর মিলেছে।

ed

আর কী জানা যাচ্ছে? সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই খবর, নিয়োগ দুর্নীতি এবং পুরসভার দুর্নীতি মিলিয়ে অয়নের কাছে পৌঁছয় মোট ৪৫ কোটি টাকা। যার একটা বড় অংশ এজেন্ট মারফত গিয়ে পৌঁছয় সেই প্রভাবশালীর কাছে। সূত্রের দাবি প্রায় ২৬ কোটি টাকা এক এজেন্ট মারফত অয়ন শীলের প্রভাবশালীর কাছে পৌঁছেছিল।

নিয়োগ দুর্নীতি থেকে প্রাপ্ত সেই টাকা অয়ন ব্যাঙ্কিং লেনদেন করতেন না। পুরোটাই নগদ অর্থে চলত লেনদেন। ইডি সূত্রে এমনটাই খবর মিলেছে। অয়ন ঘনিষ্ঠ সেই প্রভাবশালীও এবার ইডির নজরে এসেছে বলে খবর মিলেছে। অন্যদিকে, এখনও পর্যন্ত অয়ন শীলের ৫৯টির ও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর হদিশ মিলেছে। যার মধ্যে ৪০টি রেখে ৮ কোটি নগদ পাওয়া গিয়েছে।

বিপুল সম্পত্তির মালিক অয়নকে লাগাতার জেরা করে চলেছে ইডি। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবার সেই ২৬ কোটি টাকার রহস্যভেদ করতে ময়দানে নেমেছে ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর