‘পছন্দ হুন্তি’! মমতার ব্যবহারে মনমুগ্ধ ওড়িশার মুখ্যমন্ত্রী, বিনামূল্যেই পুরীতে জমি দেবেন বাংলাকে

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার তিনদিনের কর্মসূচী নিয়ে প্রতিবেশী রাজ্য ওড়িশা সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে রাজ্য সরকারের গেস্ট হাউস নির্মাণের জন্য নিউ পুরীতে জমিও (Plot) দেখে আসেন তৃণমূল সুপ্রিমো। এরপর মমতার পছন্দ করা দু’ একর জমি তার হাতে তুলে দেয় ওড়িশা সরকার।

তবে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে যে জমি দেওয়া হয়েছিল সেটির কোনও মূল্য নেবে না বলে জানানো হল ওড়িশা (Odisha) সরকার তরফে। ফলে স্বাভাবিকভাবেই যে মমতা-নবীনের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে সেকথাই মনে করছে ওয়াকিবহাল মহল। নবীন পট্টনায়কের এই মনোভাবে উচ্ছাসিত মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ওড়িশাত ‘নতুন পুরী’ নামক জায়গায় বাংলাকে জমি দেওয়া হয়েছে। যেখানে এক একর জমির দাম এক কোটি টাকা। তবে সেই জমি বিনামূল্যেই পাচ্ছে পশ্চিমবঙ্গ। পূর্বেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার তরফে পুরীতে একটি বঙ্গভবন বানানো হবে। সেই লক্ষ্যেই গত সপ্তাহে নিউ পুরীতে জমি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরীকে পর্যটকদের কাছে সহজলভ্য করতে ইতিমধ্যেই নানা পরিকল্পনা গ্রহণ করেছে ওড়িশা সরকার। তৈরী হবে চল্লিশ ফুট চওড়া রাস্তা, উড়ালপুল। মন্দিরের সিংহদুয়ার থেকে স্বর্গদ্বারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে সরাসরি রাস্তা করা হবে। একটি ব্রিজের মাধ্যমে সমুদ্র ও মন্দিরের সংযোগের কাজ চলছে।

naveen patnaik mamata banerjee 2

জানা গিয়েছে পুরীতে রাজ্যের নতুন ভবনে শতাধিক পর্যটক পুণ‌্যার্থীর থাকার ব্যবস্থা থাকবে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর অভূতপূর্ব সম্পর্কের এই সমীকরণ রাজনৈতিক মহলে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলির কাছে মমতা-নবীন সম্পর্ক যে কিছুটা হলেও বাড়তি চাপ তৈরী করছে এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর