বাড়িতে দেড় থেকে দুই টনের AC, ট্রেনে কত টনের বাতানুকূল যন্ত্র থাকে? জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গণপরিবহণ হল ট্রেন (Train)। এমতাবস্থায়, যাত্রীরাও রেলপথকে (Indian Railways) নিশ্চিন্তে ভরসা করেন। যে কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রীসংখ্যা। এদিকে, যাত্রীদের সঠিক এবং সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটিও মাথায় রাখা হয়।

এদিকে, দূরের সফরের ক্ষেত্রে অনেকেই ট্রেনের AC কোচে ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু, কখনও কি ভেবে দেখেছেন ট্রেনের কোচে থাকা ওই এয়ার কন্ডিশনারের ক্ষমতা কতটা হয়? এমনিতেই ট্রেনের বগি যথেষ্ট বড় হয়। পাশাপাশি একটি কোচে প্রায় ৭২ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকে। এমতাবস্থায়, সেখানে থাকা AC গুলি সবাইকে সমান ভাবে শীতলতা প্রদান করে।

ট্রেনে কত টনের AC বসানো হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ট্রেনের কোচে থাকা AC গুলির ক্ষমতা সাধারণত কোচের আকারের ওপর নির্ভর করলেও AC-র ক্ষমতার কোনো নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়নি। এমতাবস্থায়, প্রায়শই এটি কোচের আকারের উপর নির্ভর করে যে সেখানে কত টনের AC থাকতে হবে। ICF অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হল প্রাচীনতম রেলওয়ে কোচ তৈরির কোম্পানি। সেখানে বগি অনুযায়ী AC লাগানো হয়। আসুন, জেনে নেই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য

ICF কোচে AC-র ক্ষমতা: ICF-এর ফার্স্ট AC কোচে একটি ৬.৭ টনের AC লাগানো হয়। যেখানে, সেকেন্ড AC বগিতে ৫.২ টনের দু’টি AC এবং থার্ড AC বগিতে ৭ টন ক্ষমতার দু’টি AC লাগানো হয়।

LHB কোচে AC-র ক্ষমতা: এখন, আমরা যদি দ্রুতগতির ট্রেনগুলির কথা বলি সেক্ষেত্রে সেখানে থাকা এয়ার কন্ডিশনারগুলি অনেক আলাদা এবং ভালো হয়। গতি তাদের কাজের উপর কোনো প্রভাব ফেলে না। আজকাল ট্রেনের জন্য LHB অর্থাৎ লিংক হফম্যান বুশ কোচ তৈরি করা হচ্ছে। একটি LHB কোচে ৭ টন ওজনের দু’টি AC ইনস্টল করা হয়। অর্থাৎ একটি LHB কোচে প্রায় ১৪ টনের AC লাগানো হয়।

whatsapp image 2023 04 02 at 4.02.19 pm

ট্রেনে থাকে হেভি এয়ার কন্ডিশনার: মূলত, নতুন কোচে লাগানো AC-গুলি যাত্রীদের আরও ভালো অভিজ্ঞতা দেয়। ICF-এর তুলনায়, LHB হল নতুন যুগের এবং দ্রুতগামী ট্রেনের কোচ। এজন্য সেগুলির মধ্যে হেভি এয়ার কন্ডিশনার ইনস্টল করা থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর