এনামুলের থেকে ৫ কোটি নিয়েছেন! হিরণের দাবিকে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন দেব

বাংলাহান্ট ডেস্ক: দুর্নীতি ইস্যু নিয়ে নিত্যদিন কোনো না কোনো কাণ্ড ঘটছে রাজ্যে। এই ইস্যুতে নাম জড়াচ্ছে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরও। রাজ্য সরকারের দুঃসময়ে খোঁচা মারার সুযোগ কোনো মতেই ছাড়তে রাজি নয় বিরোধী শিবির। বিশেষত তৃণমূলের সাংসদ অভিনেতা দেবের (Dev) সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিবাদের কথা কারোরই অজানা নয়। এবার ফের দুর্নীতি প্রসঙ্গে বাকযুদ্ধ শুরু হয়েছে দুজনের।

ইতিপূর্বে ঘাটালের সাংসদের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনেছিলেন হিরণ। শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রমণও শানিয়েছিলেন তিনি দেবকে। পালটা মুখ খুলে হিরণকে সহকর্মী বলে দাবি করে নরমে গরমে সাবধান করেছিলেন অভিনেতা সাংসদ, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করতে।

dev hiran chatterjee

কিন্তু থামতে দেখা গেল না হিরণকে। কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, দীপক অধিকারী ওরফে দেব দুর্নীতির সঙ্গে যুক্ত। একথা তিনি আগেও বলেছেন। এনামুল হকের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দেব। এছাড়াও টলিউডের আরও অনেকে জড়িত রয়েছেন। বনি সেনগুপ্তর মতো বাচ্চা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আর সায়নী ঘোষের নাম তো বিচারপতি নিজেই বলেছেন।

হিরণের কথায়, তাঁকে আলাদা করে কিছুই বলতে হবে না। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির নামী প্রযোজক শ্রীকান্ত মোহতা নাকি কোটি কোটি টাকা চুরি করেছেন। হিরণ দাবি করেন, টলিউডের ৯৯ শতাংশ প্রযোজকই চোরের সরকারের সঙ্গে যুক্ত! অবশেষে এই অভিযোগ, দাবির উত্তর দিলেন দেব।

Dev hiran fight

সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সরাসরি হিরণের নাম নিয়ে তিনি বলেন, কে কী বলছে তাতে তাঁর সত্যিই কিছু যায় আসে না। আর তিনি এক কথা দশবার করে বলাও পছন্দ করেন না। প্রথম দিন প্রশ্ন করতেই উত্তর দিয়ে দিয়েছিলেন তিনি। দেব স্পষ্ট বলেন, হিরণের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তিনি ইডি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তদন্তকারীদের কাছেও হয়তো অত তথ্য নেই যতটা হিরণের কাছে আছে।

দেবের কথায়, ‘আমি কোনোদিন অন্যকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না। আমার মতে, হিরণ ভাল ছেলে। আমা্য মনে হয়, বাক স্বাধীনতা আছে, এই দেশে এই রাজ্যে যে যা খুশি বলতে পারে। আর আমাকে নিয়ে বললেও আমার কিছু যায় আসে না।’


Niranjana Nag

সম্পর্কিত খবর