বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাস। এমতাবস্থায়, রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) তরফে চলতি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays) প্রকাশ করা হয়েছে। এদিকে, নতুন অর্থবর্ষের এটাই হল প্রথম মাস। তাই, এই মাসটি ব্যাঙ্কিং কাজকর্মের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও বিবেচিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা ছুটির তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি মাসে মোট ১৫ দিনের ছুটি থাকবে ব্যাঙ্কগুলিতে। তাই, দুর্ভোগ এড়াতে ব্যাঙ্ক সংক্রান্ত প্রয়োজনীয় কাজগুলি আগেভাগেই সেরে রাখলে সুবিধা হবে গ্রাহকদের। বর্তমান প্রতিবেদনে আমরা চলতি মাসের ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকাটি উপস্থাপিত করছি।
এপ্রিল মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা:
১. ১ এপ্রিল (শনিবার)- অ্যানুয়াল মেন্টেনেন্সের জন্য ১ এপ্রিল আইজল, শিলং, সিমলা এবং চন্ডীগড় জোন বাদে সমস্ত জোনের ব্যাঙ্ক বন্ধ ছিল।
২. ২ এপ্রিল- রবিবার
৩. ৪ এপ্রিল- (মঙ্গলবার), মহাবীর জয়ন্তীর কারণে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ব্যাঙ্গালোর, ভোপাল, চন্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর এবং রাঁচি জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪. ৫ এপ্রিল (বুধবার)- বাবু জগজীবন রাম জয়ন্তী উপলক্ষ্যে হায়দ্রাবাদ জোনের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ৭ এপ্রিল (শুক্রবার)- গুড ফ্রাইডে (আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর বাদে প্রতিটি জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ৮ এপ্রিল- মাসের দ্বিতীয় শনিবার।
৭. ৯ এপ্রিল- রবিবার
৮. ১৪ এপ্রিল (শুক্রবার)- ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে ভোপাল, নয়াদিল্লি, রায়পুর, শিলং ও সিমলা জোন ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ১৫ এপ্রিল (শনিবার)- বিশু / বোহাগ বিহু / হিমাচল দিবস / বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০. ১৬ এপ্রিল- রবিবার
১১. ১৮ এপ্রিল (মঙ্গলবার)- শব-ই-কদর উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২. ২১ এপ্রিল (শুক্রবার) – ঈদ-উল-ফিতর (রমজান ঈদ) / গাদিয়া পূজা / জুমাত-উল-বিদা উপলক্ষ্যে ত্রিপুরা, জম্মু-কাশ্মীর এবং কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩. ২২ এপ্রিল- মাসের চতুর্থ শনিবার
১৪. ২৩ এপ্রিল-রবিবার
১৫. ৩০ এপ্রিল-রবিবার
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RBI দ্বারা জারি করা এই ছুটির তালিকা অনুযায়ী বিভিন্ন রাজ্যে পৃথক পৃথকভাবে ব্যাঙ্ক বন্ধ থাকে। অর্থাৎ, ছুটির এই তালিকা প্রতিটি রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয়। মূলত, আঞ্চলিক উৎসবগুলির পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকারগুলিও ব্যাঙ্কগুলির জন্য ছুটির তালিকা জারি করে। এছাড়াও মনে রাখবেন যে, ছুটির দিনগুলিতে ব্যাঙ্কগুলি কাজ না করলেও, মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিংয়ের মতো সমস্ত সুবিধা সর্বদা উপলব্ধ থাকে।