বাংলাহান্ট ডেস্ক: প্রতিটি সিরিয়ালের (Serial) ভাগ্যই নির্ভর করে দর্শকদের উপরে। দর্শকরা পছন্দ করলে টিআরপি উঠবে, সিরিয়ালও বহাল তবিয়তে চলতে থাকবে বছরের পর বছর। কিন্তু দর্শক বুড়ো আঙুল দেখালে কয়েক মাসেই শেষ হয়ে যেতে পারে সিরিয়াল। খানিকটা এমনি অবস্থা হয়েছে হিন্দি সিরিয়াল ‘সসুরাল সিমর কা’র (Sasural Simar Ka)। চলতি মাসেই ইতি টানা হচ্ছে এই মেগার দ্বিতীয় সিজনে।
হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল সসুরাল সিমর কা। এই মেগা সিরিয়ালের প্রথম সিজনটি দীর্ঘ সাত বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। ২০১১ সালে পথচলা শুরু করে লাগাতার ভাল টিআরপি দিয়ে ২০১৮ তে শেষ হয়ে গিয়েছিল সিরিয়ালটি। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে নির্মাতারা দ্বিতীয় সিজন আনার সিদ্ধান্ত নেন।
সেই মতো ২০২১ এর ২৬ এপ্রিল শুরু হয় দ্বিতীয় সিজনের সম্প্রচার। প্রথম সিজনের জনপ্রিয়তায় ভর করে ভালোই চলছিল দ্বিতীয় সিজন। কিন্তু প্রথম বারের মতো সাড়া জাগাতে পারেনি সিক্যুয়েলটি। টিআরপি ধীরে ধীরে কমতে শুরু করেছিল। শেষমেষ চলতি মাসেই গল্পে দাঁড়ি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
৬০০ পর্ব সম্পূর্ণ করে ফেলেছে সিরিয়ালটি। সূত্র মারফত জানা গিয়েছে, সিরিয়ালের শেষ পর্বগুলোর শুটিং চলছে। ৪ ঠা এপ্রিলের মধ্যে শেষও হয়ে যাবে শুট। আগামী ৬ এপ্রিল সসুরাল সিমর কা ২ এর অন্তিম পর্বের সম্প্রচার। নাম গোপন রেখে এক অভিনেতা বলেন, এখন তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে অনেক সিরিয়াল। সেখানে দু বছর ধরে দর্শকদের মন জয় করতে পেরেছেন তারা। এটাই বড় ব্যাপার।
দর্শকদের নজর টানতে অতিলৌকিক বিষয়ের অবতারণাও করা হয়েছিল গল্পে। নায়ককে নাগ রূপে দেখিয়ে নেতিবাচক দিক তুলে ধরা হয়েছিল। কিন্তু লাভ হয়নি বিশেষ। টিআরপির অভাবেই শেষ করে দেওয়া হচ্ছে সসুরাল সিমর কা ২। তবে এই খবরে বেশ মন খারাপ দর্শকদের।