চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর! জেলায় জেলায় নিয়োগ হবে ১০৮০ প্রশিক্ষক, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের সমস্ত আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের (Ayush Susathya Kendra) জন্য নেওয়া হতে চলেছে ১০৮০ জন যোগ প্রশিক্ষক (Yoga Instructor)। জেলায় জেলায় নেওয়া হবে। জানা গিয়েছে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। শনিবার স্বাস্থ্যদপ্তর সূত্রে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তবে পশ্চিমবঙ্গ যোগ-ন‌্যাচারোপ‌্যাথি কাউন্সিল স্বীকৃত কোর্স করা ‘রেজিস্টার্ড যোগ ট্রেনার’রাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে নিয়োগ হওয়ায় প্রশিক্ষকের অভাবে রীতিমতো ধুকছে যোগ প্রশিক্ষণগুলো। তাই এবার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।

পশ্চিমবঙ্গে সবমিলিয়ে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রগুলোতেই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে পুরুষ ও একজন করে মহিলা যোগ প্রশিক্ষক নেওয়া হবে। বলা হয়েছে, পুরুষদের ঘণ্টা পিছু ২৫০ টাকা করে মোট ৩২ ঘণ্টা পরিষেবা দিতে হবে। অর্থাৎ মাসিক আয় ৮ হাজার টাকা।

happy indians jobs

অন‌্যদিকে, মহিলাদের মোট ২০ ঘণ্টা পরিষেবা দিতে হবে, যার ফলে মাসিক রোজগার হবে ৫ হাজার টাকা। রাজ্যজুড়ে চুক্তিভিত্তিক ১০৮০ জন যোগ প্রশিক্ষক নেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে আবেদনকারীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এই নিয়োগের জন্য ইতিমধ্যেই কমিটি তৈরী করা হয়েছে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলাশাসক ছাড়া সেখানে রয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা আয়ূ আধিকারিক, যোগ কাউন্সিলের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের আয়ূষ চিকিৎসক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর