ChatGPT-র মাধ্যমে এইভাবে লাখপতি হলেন ২৩ বছরের যুবক! ৩ মাসে কামালেন ২৮ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একদিকে যখন ChatGPT-র কারণে বিভিন্ন ক্ষেত্রে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে এটিকে কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করছেন কিছু মানুষ। এমনিতেই এখন ChatGPT-র প্রসঙ্গে সর্বত্রই তুমুল আলোচনা চলছে। মূলত, এই AI চ্যাটবটটি একাধিক কঠিন কাজকেই কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে সক্ষম। কিন্তু, অনেকেই এখনও জানেন যা এটিকে কিভাবে ব্যবহার করতে হয়।

এমতাবস্থায়, ChatGPT-র বিশেষজ্ঞরা এই সুযোগকে কাজে লাগিয়েই বিপুল অর্থ উপার্জন করছেন। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি ২৩ বছর বয়সী এক যুবক ChatGPT-র মাধ্যমেই মাত্র ৩ মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই Udemy এমন একটি কোর্স সামনে এনেছে যেটির মাধ্যমে আপনাকে এই AI চ্যাটবটটি কিভাবে দক্ষতার সাথে ব্যবহার করতে হয় তা শেখানো হয়।

বিজনেস ইনসাইডারের একটি রিপোর্টে বলা হয়েছে যে, ল্যান্স জাঙ্ক নামের ওই যুবক Udemy-তে একটি অনলাইন কোর্স শুরু করেন। ওই কোর্সটি ChatGPT কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে। এমতাবস্থায়, মাত্র ৩ মাসের মধ্যেই সারা বিশ্ব থেকে ১৫ হাজারেরও বেশি জন এই কোর্সে ভর্তি হন। যার মাধ্যমে ল্যান্স জাঙ্ক প্রায় ৩৫,০০০ ডলার (২৮ লক্ষ টাকা) আয় করেছেন।

তাঁর এই কোর্সটির নাম হল, “ChatGPT মাস্টারক্লাস: এ কমপ্লিট ChatGPT গাইড ফর বিগিনারস”। এই প্রসঙ্গে ল্যান্স জাঙ্ক জানিয়েছেন যে, তিনি এই AI অ্যাপের সক্ষমতা দেখে খুব মুগ্ধ হয়েছেন এবং সেই কারণে তিনি এই বটটিকে সবার কাছে অ্যাক্সেসযোগ্য করতে চেয়েছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি নিজে নিজেই ChatGPT-র বিষয়ে সমস্ত কিছু শিখে নেন।

chatgpt

ভারতীয়রাও শিখতে চাইছেন: জাঙ্কের ডিজাইন করা এই কোর্সটি মোট সাত ঘন্টার। পাশাপাশি, এটির খরচ হল ২০ ডলার। মোট ৫০ টি বক্তব্য নিয়ে গঠিত এই কোর্স নতুনদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এছাড়াও, জাঙ্কের এটি তৈরি করতে তিন সপ্তাহের বেশি সময় লেগেছে। তিনি জানিয়েছেন, এই কোর্সে বেশিরভাগ শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলেও ভারত, জাপান, কানাডা, ভেনেজুয়েলা, রাশিয়া এবং মধ্য প্রাচ্য থেকেও শিক্ষার্থীরা এই কোর্সে যোগদান করছেন। পাশাপাশি, যে সমস্ত দেশে এখনও ChatGPT উপলব্ধ নেই সেই দেশগুলি থেকেও শিক্ষার্থীরা আকৃষ্ট হচ্ছেন বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর