বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। সিরিয়ালের সেটে আলাপ দুজনের। সেই আলাপ ক্রমে গড়ায় বন্ধুত্বে। আর তারপর চুটিয়ে প্রেম করে বিয়ে। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবন রাজা মধুবনীর। একরত্তি কেশব এসেছে তাঁদের জীবনে। রাজা টানা অভিনয় চালিয়ে গেলেও সন্তান জন্মের পর থেকে আর ক্যামেরার সামনে ফেরেননি মধুবনী। নিজেদের ইউটিউব চ্যানেল নিয়েই ব্যস্ত তিনি।
তবে যখন মধুবনী অভিনয় করতেন তখন বেশ জনপ্রিয় ছিলেন তিনি। এখনো তাঁর খ্যাতি কমেনি বিশেষ। লম্বা অভিনয় কেরিয়ারে খুব দ্রুত জনপ্রিয়তার চূড়ায় উঠে গিয়েছিলেন তিনি। আর সেই সাফল্য অনেকটাই চোখে পড়েছিল তাঁর বিয়েতে। নিজের বিয়েতে এক গা গয়না পরে বসেছিলেন মধুবনী। আর নিজের টাকা একটু একটু করে জমিয়েই সেসব কিনেছিলেন তিনি।
বিয়ের ছবি প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন মধুবনী। কার্যত মাথা থেকে পা পর্যন্ত গয়নায় মুড়ে বিয়ে করতে বসেছিলেন তিনি। টিকলি থেকে শুরু করে ভারী চোকার, একাধিক হার, হাতে মোটা বাউটি সবকিছুই ছিল খাঁটি সোনার। তার এক একটার দাম জানলে চোখ কপালে উঠতে বাধ্য।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের সোনার গয়নার কালেকশন নিয়ে কথা বলেন মধুবনী। তিনি জানান, বিয়েতে সমস্ত সোনার গয়না পরে বসবেন, এটা তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল। তাই অভিনয় করে যা যা উপার্জন করেছিলেন সবটাই সঞ্চয় করে রেখে সেটা দিয়ে গয়না কিনেছিলেন। ভালবাসা ডট কম থেকে পাওয়া বেশিরভাগ উপার্জনই জমিয়ে রেখেছিলেন বলে জানান মধুবনী।
২০১৬ তে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজা মধুবনী। বর্তমানের তুলনায় সে সময়ে সোনার দাম আরো কম ছিল। তবুও মধুবনী জানান, বিয়ের জন্য একটা বড় চোকার কিনতেই তাঁর ৫ লক্ষ টাকা লেগে গিয়েছিল। বুকে পাথর চাপা দিয়ে অত দামের হারটা কিনেছিলেন তিনি। তবে তারপর দিন থেকেই দাম বেড়ে গিয়েছিল সোনার। বিয়েতে একটি বাউটি পরেছিলেন তিনি। সেটার দামও চমকপ্রদ। মধুবনী জানান, ওটা কিনতে ১ লক্ষ ৭৫ হাজার-২ লক্ষ টাকা দাম পড়েছিল।
আর সবথেকে দামী সোনার জিনিস কী রয়েছে তাঁর কালেকশনে? মধুবনী জানান, রিসেপশনে একটি বড় চোকার পরেছিলেন তিনি। সেটা স্বামী রাজা তাঁকে দিয়েছিলেন। ওই হারটার দাম নাকি ছিল ৫ লক্ষ ৪০ হাজার টাকা! তবে মধুবনী জানান, তাঁরা এমন জিনিসপত্রে বিনিয়োগ করেন যেখানে লাভ হবে। তাঁদের তিনটে ফ্ল্যাট, ভাল গাড়ি রয়েছে। তবুও সাদাসিধে জীবনযাপনই করেন তাঁরা। আর সোনার গয়না কেনাও তাঁদের মতে ভাল ইনভেস্টমেন্ট।