আর নেই চিন্তা! এবার ফিক্সড ডিপোজিটে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, রইল সম্পূর্ণ তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং আর্থিকভাবে শক্তিশালী থাকতে সকলেই সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করেন। মূলত, নিরাপদ বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট সময়ের পরে গ্যারান্টিযুক্ত সঞ্চয়ের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit, FD) হল একটি ভালো বিকল্প। এদিকে, বিগত ১০ মাসে RBI (Reserve Bank of India, RBI) লাগাতার রেপো রেট বাড়িয়েছে।

এমতাবস্থায়, এই বৃদ্ধির পরে দেশের প্রায় প্রতিটি বড় বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক FD-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। পাশাপাশি, গত ২ বছরে গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন কোন ব্যাঙ্ক সর্বোচ্চ সুদ দিচ্ছে সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হল।

এইখানে মিলছে ৭.৫০ শতাংশ সুদ: সুদের হার বৃদ্ধির পর IDFC ফার্স্ট ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ২ বছরের FD-তে ৭.৫০ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ, ডায়েচ ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ৭.২৬ শতাংশ, এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ৭.২৫ শতাংশের সুদ প্রদান করছে।

অপরদিকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ৭.২৫ শতাংশ, বন্ধন ব্যাঙ্ক ৭.২৫ শতাংশ, ফেডারেল ব্যাঙ্ক ৭.২৫ শতাংশ, ICICI ব্যাঙ্ক ৭.১০ শতাংশ এবং আরবিএল ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সুদ প্রদান করছে।

মিলছে ৮.২৫ শতাংশের সুদও: এদিকে, IDFC ফার্স্ট ব্যাঙ্ক তার সিনিয়ার সিটিজেন গ্রাহকদের ২ বছরের FD-তে ৮ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ, ডায়েচ ব্যাঙ্ক ৭.৭৫ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ৮.০১ শতাংশ, এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ৭.২৫ শতাংশের সুদ প্রদান করছে।

business idea money

এছাড়াও, সিনিয়ার সিটিজেন গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ৭.৭৫ শতাংশ, বন্ধন ব্যাঙ্ক ৭.৭৫ শতাংশ, ফেডারেল ব্যাঙ্ক ৭.৭৫ শতাংশ, ICICI ব্যাঙ্ক ৭.৬০ শতাংশ এবং আরবিএল ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ হারে সুদ প্রদান করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর