বাংলাহান্ট ডেস্ক : হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আমজনতার উৎসাহের অন্ত নেই। সময়সূচী বদল হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। তবে নতুন এই সময়সূচীতে বড় পরিবর্তন কিন্তু হয়নি। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য রদবদল করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah-NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) বারসোই জংশনে এখন থেকে ঢুকবে সকাল ১১ টা ৩৮ মিনিটে। সেখানে স্টপেজ দেওয়া হবে দু মিনিট। অর্থাৎ, বন্দে ভারত এক্সপ্রেস বারসোই জংশন ছেড়ে বেরিয়ে যাবে সকাল ১১ টা ৪০ মিনিটে।
ফেরার সময় ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বারসোই জংশনে ঢুকবে বিকেল ৪ টে ৩৩ মিনিটে। এখানে দু মিনিট স্টপেজ দেওয়া হবে। এরপর বারসোই জংশন ছেড়ে বিকেল ৪ টে ৩৫ মিনিটে বেরিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এতদিন বারসোই স্টেশনে ঢুকত সকাল ১১ টা ৫০ মিনিটে। ফেরার সময় ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বারসোই জংশনে ঢুকত বিকেল ৪ টে ৪৪ মিনিটে। দুই ক্ষেত্রেই দু মিনিট স্টপেজ দেওয়া হত।
বন্দে ভারতের বারসোইয়ে ঢোকার সময় পাল্টালেও হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনের ছাড়ার বা ঢোকার সময়ের কোনও পরিবর্তন হয়নি। বন্দে ভারত হাওড়া থেকে ভোর ৫ টা ৫৫ মিনিটে ছাড়ে। সেটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় দুপুর ১ টা ২৫ মিনিটে । ফিরতি নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত ছাড়ে দুপুর ৩ টে ৫ মিনিটে। রাত ১০ টা ৩৫ মিনিটে সেই ট্রেন ঢোকে হাওড়ায়।
‘আমাকে তাড়িয়ে…’ মদন মিত্রের পর এবার শুভেন্দু! তৃণমূল নিয়ে বিস্ফোরক অভিযোগ