বাংলা হান্ট নিউজ ডেস্ক: জয়ে ফিরলো চেন্নাই সুপার কিংস (CSK)। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর স্পিনারদের কৃপণ বোলিং। সবমিলিয়ে ঘরের মাঠে ১৪২৬ দিন পর প্রত্যাবর্তন করে দুরন্ত জয় পেলো ক্যাপ্টেন কুলের দল। । আইপিএল ২০২৩-এ (IPL 2023) অসাধারণ ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। আজ সেই ছন্দ বজায় রেখেছিলেন তিনি।
প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯২ রানের অসাধারণ একটি ইনিংস খেলার পর তিনি আজ লখনউ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে অসাধারণ আগ্রাসী ব্যাটিং করেছেন। তার দাপটে পাওয়ার প্লে-এর ছয় ওভারে ৭৯ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। রুতুরাজ আজ নিজের ওপেনিং পার্টনার ডেভন কনওয়ের সঙ্গে মাত্র ৫৫ বলে ১১০ রানের একটি পার্টনারশিপ গড়েন।
রবি বিশ্নই ৫৭ রানের ব্যাক্তিগত স্কোরে রুতুরাজকে আউট করে রানের গতিতে কিছুটা ব্রেক লাগানোর চেষ্টা করেছিলেন।এরপর নিজের জন্য নির্ধারিত ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ টি উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিলেন এই তরুণ লেগ স্পিনার। যদিও তাতে খুব বেশি লাভ হয়নি। কনওয়ে (৪৭), শিবম দুবে (২৭), মঈন আলী (১৯), আম্বাতি রায়ডু (২৭*) ও মহেন্দ্র সিং ধোনি (১২) অসাধারণ ব্যাটিং করে দলের স্কোরকে পৌঁছে দেন ২১৭ অবধি। জিততে গেলে অসাধারণ ব্যাটিং করতে হবে লোকেশ রাহুলদের।
এরপর রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে শুরুটা অসাধারণ করেছিলেন কাইল মেয়ার্স। লোকেশ রাহুল এক প্রান্ত আগলে রেখেছিলেন আর নিজের প্রথম আইপিএল মরশুম খেলতে নেমে ক্যারিবিয়ান তারকা দ্বিতীয় ম্যাচেও ঝড় তুলেছিলেন। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৭৩ রান করে আজ তিনি ২২ বলে ৫৩ রান করে মঈন আলীর শিকার হন।
এরপর খেলা ঘুরিয়ে দেন চেন্নাইয়ের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মঈন আলী। স্যান্টনার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন মঈন। তারা দুজনেই ম্যাচ ধোনিদের দিকে ঘুরিয়ে দেন। শোচনীয় ভাবে ব্যর্থ হন দীপক হুডা, মার্কাস স্টোইনিসরা। শেষদিকে নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম চেষ্টা করেও কিছু করতে পারেননি। ডেথ ওভারে সিএসকে পেসাররাও অনবদ্য বোলিং করেছেন। শেষপর্যন্ত ১২ রানের ব্যবধানে জয় তুলে নেয় সিএসকে।