‘বিজেপি নেতৃত্ব শুভেন্দুকে যত বেশি গুরুত্ব দেবে আমাদের জন্য ততই ভাল’, কেন এমন বললেন অভিষেক?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনেকের মতেই বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্বের মধ্যে সর্বাধিক জনপ্রিয় তিনিই। পশ্চিমবঙ্গে দলের অন্যতম প্রধান মুখ। গত বিধানসভা ভোটের পর থেকে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ। যা নিয়ে জোর চৰ্চাও চলে রাজনীতির অন্দর মহলে। তবে বিরোধী দলনেতাকে বিজেপি যত বেশি গুরুত্ব দেবেন, তৃণমূলের জন্য তত ভাল। হ্যাঁ, ঠিক এমনটাই মনে করেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতৃত্ব ওঁকে (শুভেন্দু) যত বেশি গুরুত্ব দেয়, আমাদের জন্য ততই ভাল। কারণ, রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার দিকে ওঁর নজর বা ইচ্ছা নেই। উনি শুধু ব্যস্ত দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের গুরুত্ব বাড়াতে।”

তবে অভিষেকের এই দাবি অবশ্য মানতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাদের কথায়, বিরোধী দলনেতা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন। প্রসঙ্গত, একটা সাংগঠনিক দল হিসেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণত সব চেয়ে বেশি গুরুত্ব রাজ্য সভাপতিকেই দিয়ে থাকে। তবে বাংলার ক্ষেত্রে সেই চিত্রটা বর্তমানে কিছুটা ভিন্ন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

suvendu abhishek

ওয়াকিবহাল মহলের মতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হওয়া সত্ত্বেও সম্প্রতি তার থেকে বেশি মাত্রায় গুরুত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেকের মতে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর থেকেই শুভেন্দুর পক্ষে চলে গিয়েছে গোটা বিষয়টি। তবে শুভেন্দুকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি শাপে বর হিসেবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব।

পাশাপাশি এদিন আসন্ন্য লোকসভা নির্বাচন নিয়েও মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, “নিখুঁত পূর্বাভাস এত আগে করা যায় না। ভোটের মুখে ছবিটা আরও স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গে মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টিতে লড়াই হবে। বাকি ২০টিতে তৃণমূলের জয় নিশ্চিত। ওই ২২টির মধ্যে অন্তত ৫০ শতাংশ আমরা পাবই। ফল যদি খুব খারাপও হয়, ৩২টি আসন আমরা পাবই।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর