Airtel-র ১৫০ টাকার প্ল্যান! একবছর চলবে সিম, সঙ্গে অফুরন্ত ডেটা ও কল

বাংলাহান্ট ডেস্ক : নতুন একটি ধামাকাদার অফার নিয়ে এসেছে এয়ারটেল (Bharti Airtel)। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একটি দীর্ঘ মেয়াদী প্ল্যানের। এই প্ল্যানে একবার রিচার্জ করালে, মুক্তি মিলবে প্রতিমাসে রিচার্জ করানো থেকে। গোটা বছরের জন্য এয়ারটেল এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই প্ল্যান।

এর আগেও ভারতী এয়ারটেল সারা বছরের রিচার্জ (Recharge) প্ল্যান ঘোষণা করেছিল। কিন্তু এবার মাত্র ১৫০ টাকার বিনিময়ে গ্রাহকরা পেয়ে যাবেন অফুরন্ত ডেটা, এসএমএস ও আনলিমিটেড কলিং এর সুবিধা। চলুন তবে জেনে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন অফার (New Offer) সম্পর্কে।

এয়ারটেলের এই নতুন প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। গ্রাহক ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন মাসের শুরুতেই। এইভাবে গোটা বছর আপনি পাবেন 24 জিবি ডেটা। ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা ৬৪ কেবিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এরই সাথে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠাতে পারবেন বিনামূল্যে। Xstream অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড ডাউনলোড সহ উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এই প্ল্যানটির সাথে।

NEW AIRTEL

 

 

এই সুবিধাগুলি পাওয়ার জন্য গ্রাহককে একটিবার ১৭৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। অর্থাৎ হিসেব করলে প্রতি মাসে গ্রাহকের খরচা পড়বে মাত্র ১৫০ টাকা। মাত্র একবার মোটা অংকের টাকা দিয়ে রিচার্জ করলে প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর