বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোটের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে পায়ের তলার মাটি শক্ত করার তোড়জোড়। আর তার সাথেই পাল্লা দিয়ে চলছে দলবদলির খেলা। কখনও বিজেপি ছেড়ে তৃণমূল, কখনও বা আবার শাসকশিবির ছেড়ে বিজেপি বা সিপিএমে। সেই ধারা অব্যাহত রেখেই ভোট পূর্বে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিল তিন শতাধিক বিজেপি কর্মী।
জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার বোরোডাঙ্গায় তৃণমূলে নাম লেখান তারা। দলের নতুন কর্মীদের হাতে শাসকদলের পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা -১ ব্লক সভাপতি শুধাংশু রায়। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ভেটাগুড়ি -২ অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার ছাড়াও অনেকে।
ভোটমুখী রাজ্যে এতজোটে এত সংখ্যক কর্মীর তৃণমূলে যোগদানের ঘটনায় উচ্ছাসিত স্থানীয় নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃণমূল নেতা শুধাংশু রায় বলেন, তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। তবে তৃণমূলের দাবি গায়ে মাখতে নারাজ গেরুয়া শিবিত। কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, ”আমরা কাউকে জোর করে দলে নেইনি। যারা এসেছিল তাদের ভয় দেখিয়ে তৃণমূলে নিয়েছে। তবে তারা মনেপ্রাণে বিজেপিতেই আছে।”
প্রসঙ্গত, শুধু বিজেপি ছেড়ে তৃণমূলে নয়, তৃণমূল থেকেও কোচবিহারে বহু কর্মী- সমর্থক যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দিন দুয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এলাকায় বহু তৃণমূল কর্মী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। খবর মিলেছিল সেই সময় দুই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে নাম লিখিয়েছিলেন।
দলে যোগদান করা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। পাশাপাশি গত সোমবারও দিনহাটা ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর অঞ্চলের বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক বিজেপিতে যোগদান করেছে বলে খবর মিলেছিল বিজেপি সূত্রে।