বাংলাহান্ট ডেস্ক : ধীরে ধীরে গরমের তীব্রতা বাড়ছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের দাপট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কষ্ট আরো তীব্র হচ্ছে। বিগত কয়েকদিন বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে তাপমাত্রা। মৌসম ভবন এরই মধ্যে আশঙ্কার কথা শোনাল ।
গরমে নাজেহাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে দক্ষিণবঙ্গে দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা বেলায় বৃষ্টি নামছে। এরফলে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। অন্যদিকে, জেলাতেও রাত্রিবেলা বৃষ্টি স্বস্তি দিয়েছে মানুষকে। সারাদিন গরমে নাজেহাল হলেও সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আবহাওয়া (Weather) শীতল করছে।
সন্ধ্যাবেলায় বৃষ্টি শুরু হচ্ছে উত্তরের (North Bengal) সমতল এলাকাগুলিতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন। এরফলে রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। একই সাথে বৃদ্ধি পাবে গরম। ভারী বর্ষণের আপাতত সম্ভাবনা নেই। তবে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে মানুষের মধ্যে।
মহারাষ্ট্র, তেলঙ্গানা ও ওড়িশার কিছু জায়গায় আগামী ৭ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশগুলিতে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। এই রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার ফলে শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে বৃষ্টির সম্ভাবনা একদম নেই উত্তর-পশ্চিম ভারত ও মধ্যভারতের বিভিন্ন অংশে।