বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty)। সুজন বাবু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকালে ভর্তি হন। পরিবার সূত্রে খবর, কোভিড পরবর্তী (Post Covid) স্বাস্থ্য সমস্যা ছিল সুজন বাবুর। এছাড়াও তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন নিয়মিত চেকআপের জন্য।
করোনা আক্রান্তরা পরবর্তীকালে কম-বেশি বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। সূত্রের খবর, বর্ষীয়ান এই বামনেতারও করোনা পরবর্তী কিছু সমস্যা রয়ে গিয়েছে। এইসব শারীরিক সমস্যার চিকিৎসা চলছে। সেই সংক্রান্ত চেকআপের জন্য বৃহস্পতিবার সকাল সুজন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, সুজন চক্রবর্তীকে আগামীকালই ছেড়ে দেওয়া হতে পারে। এই মুহূর্তে সুজন চক্রবর্তীর বড় কোনো শারীরিক সমস্যা নেই বলে জানা যাচ্ছে। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, চেকআপের পর শুক্রবার সুজন বাবুকে ছেড়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে রাজ্য রাজনীতিতে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী।
কিছুদিন আগে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাম আমলে নিয়মবহির্ভূত ভাবে কলেজে শিক্ষকতার চাকরি পেয়েছেন সুজন বাবুর স্ত্রী মিলি চক্রবর্তী।এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সুজন চক্রবর্তীর পরিবারের অনেকে বেআইনিভাবে চাকরি পেয়েছেন বাম আমলে। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন সুজন বাবু।
সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী সংবাদমাধ্যমে জানান, ক্ষমতা থাকলে তৃণমূল সরকারকে আমার ফাইল বার করতে বলুন। আমি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেয়েছি। আমি যখন চাকরি পাই তখন সুজন চক্রবর্তীর সাথে আমার বিয়েই হয়নি। উনি কিভাবে আমায় সাহায্য করবেন তাহলে!