সাগরদিঘীতে ২ মাস ধরে বন্ধ লক্ষীর ভান্ডারের টাকা! তৃণমূল হেরে যেতেই প্রতিশোধ নিচ্ছে! দাবি BJP-র

বাংলা হান্ট ডেস্ক : সাগরদিঘি উপ নির্বাচনে (Sagardighi By Election) পর্যুদস্ত হয়েছে তৃনমুল কংগ্রেস (Trinamool Congress)। আর তার জেরেই এবার লক্ষীর ভান্ডার থেকে বাদ সাগরদিঘির মহিলারা। এমনই অভিযোগ এলাকাবাসীর। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের (Murshidabad) প্রায় সমস্ত ব্লকের মহিলারা পেয়েছে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডারের টাকা। সমস্ত ব্লকের মহিলারা টাকা পেলেও লক্ষীর ভান্ডারের টাকা থেকে বঞ্চিত সাগরদিঘি ব্লকের মহিলারা।

সাগরদিঘিতে কারোর একাউন্টেই নাকি লক্ষীর ভান্ডারের টাকা ঢোকেনি। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। টাকা না ঢোকায় রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁদের অভিযোগ সাগরদিঘি উপ নির্বাচনে হেরেছে তৃনমুল কংগ্রেস। আর এর প্রতিশোধ নিতেই সরকারের পক্ষ থেকে মহিলাদের একাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া হয়নি।

tmc flag

সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় শিকদার জানান, ‘এই বিষয়ে এখনও কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি কোনও অভিযোগ আসে আমরা তদন্ত করে দেখব। যা রিপোর্ট আসবে তা কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাব। আপনাদের কাছ থেকেই জানলাম। আমরা দেখব বিষয়টি।’ তবে রাজনৈতিক ভাবে কোনও কিছুই বলতে চাননি তিনি।’

সাগরদিঘী এলাকার এক মহিলা সায়রা বিবি বলেন, ‘আমরা লক্ষীর ভান্ডার আগে পেতাম। কিন্তু ২ মাস ধরে আর ঢোকেনি। কেন ঢোকেনি তা জানি না। ভোটের পর থেকে আর পাইনি টাকা। ভোটে মমতা হেরেছে তাই হয়ত পাইনি টাকা।

বিজেপির এক নেতা বলেন, ‘আমরা বিষয়টি আজই জানতে পারলাম তৃণমূল হেরে যাওয়ায় সাগরদিঘীর সকল মহিলার টাকা আটকে দেওয়া হয়েছে। এটাই তৃণমূলের চরিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসারায়ণ একজন মুখ্যমন্ত্রী। তাঁরা মুখে অনেক কথাই বলেন, কিন্তু কাজে করেন অন্য। এই রমজানের সময় মুসলমান অধ্যুষিত একটি এলাকার টাকা আটকে রাখা ঠিক নয়। এটা রাজনৈতিক চক্রান্ত।’


Sudipto

সম্পর্কিত খবর