বাংলাহান্ট ডেস্ক: দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে ভারতীয় রেলের ‘ফার্স্ট বয়’ এটি। একের পর এক নয়া রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে একটি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী দিনে আরও বন্দে ভারত পাবে রাজ্য। শুরুর দিন থেকেই এই ট্রেনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এমনকী বাকি ভারতেও দৌড়ে বেড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এমনকী আজকের দিনেই আরও দু’টি নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ।
বন্দে ভারতের ব্যাপক জনপ্রিয়তা দেখে নতুন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। এ বার ‘মিনি’ বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে রেল। এখন বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি বগি থাকে। কিন্তু আগামী দিনে কোচ সংখ্যা কমিয়ে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করেছে রেল। এই মিনি বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে ১৬টির বদলে ৮টি বগি। ইতিমধ্যেই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কাছে মিনি বন্দে ভারত এক্সপ্রেস বানানোর বরাত দিয়েছে রেলওয়ে বোর্ড।
রেল সূত্রে খবর, এই মিনি বন্দে ভারত এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি এবং এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে কোয়েম্বাটুর অবধি চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। উল্লেখ্য, এখনও পর্যন্ত বন্দে ভারতে মোত ১৬টি বগি লাগে। এর মধ্যে দু’টি বগিতে রয়েছে চালকের কেবিন। অর্থাৎ এগুলি ইঞ্জিন বগি। দু’টি বগি এগজিকিউটিভ চেয়ার কার হিসেবে চালানো হয়। বাকি বগিগুলি বাতানুকূল চেয়ার কার শ্রেণির। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক জানিয়েছেন, কিছু রুটে বন্দে ভারতের যাত্রী সংখ্যা ভালই।
কিন্তু অন্য রুটগুলিতে যাত্রীদের ঘাটতি রয়েছে। এর জেরে এই অভিনব সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছে রেল। তাঁদের মতে, বগি সংখ্যা কমিয়ে দিলে কম যাত্রী নিয়েও ভর্তি দেখাবে ট্রেনগুলিকে। প্রসঙ্গত, বন্দে ভারতের সঙ্গে অনেক মিল রয়েছে দিল্লি মেট্রোর। কারণ সেখানেও ট্রেনগুলি ৮ বগির। এখনও যদিও কিছু সংখ্যক ট্রেন ৬ বগির। তবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনামাফিক এগুলিকেও ৮ বগির ট্রেনে পরিবর্তিত করে দেওয়া হবে। তবে বন্দে ভারতের সঙ্গে আসনের ক্ষেত্রে পার্থক্য থাকবে দিল্লি মেট্রোর।
প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে মোট ১১টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লি থেকে বারাণসী, নয়াদিল্লি থেকে মাতা বৈষ্ণদেবী কাটরা, নয়াদিল্লি থেকে আম্ব আন্দৌড়া, নয়াদিল্লি থেকে ভোপাল রুট। এছাড়াও মুম্বই থেকে গান্ধীনগর, মুম্বই থেকে সোলাপুর, মুম্বই থেকে শিরডি, বিলাসপুর থেকে নাগপুর রুটেও ট্রেন চলছে। এছাড়াও চেন্নাই থেকে মহীশূর, বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ইত্যাদি রুটেও চলে বন্দে ভারত এক্সপ্রেস।