বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেকেই চান সঞ্চয় করতে। এমতাবস্থায়, বর্তমান সময়ে বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প উপলব্ধ রয়েছে। যদিও, সেগুলির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আবার ঝুঁকির সম্ভাবনাও থাকে। এদিকে, আমাদের দেশে এমন একাধিক সরকারি সঞ্চয় প্রকল্প (Government Savings Scheme) রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে।
সর্বোপরি, এই সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ নিরাপদ বিনিয়োগের সুযোগ পায়। এমতাবস্থায়, সকলের সুবিধার্থে বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা মোট তিনটি সরকারি সঞ্চয় প্রকল্পের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হয়ে উঠতে পারে।
১. ন্যাশনাল সেভিংস (মাসিক আয়ের হিসাব) স্কিম: প্রথমেই জানিয়ে রাখি যে, এই অ্যাকাউন্টটি ৫ বছরের আগে ভাঙা যায়না। পাশাপাশি এই স্কিমের সাহায্যে বিনিয়োগকারীরা একটি একক অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ন’লক্ষ টাকা এবং একটি যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। পাশাপাশি, সঞ্চিত পরিমান ১,০০০ টাকার গুণিতক হতে হয়। ১ এপ্রিল ২০২৩ থেকে ৩০ জুন ২০২৩-এর সময়কাল পর্যন্ত এই অ্যাকাউন্টে সুদের হার হল ৭.৪ শতাংশ।
উল্লেখ্য যে, এই অ্যাকাউন্টটি এক বছর পরেই নির্ধারিত সময়ের আগেও বন্ধ করা যেতে পারে। এমতাবস্থায়, যদি অ্যাকাউন্টটি ১ বছর পরে এবং ৩ বছরের আগে বন্ধ করা হয়, সেক্ষেত্রে সঞ্চিত অর্থের উপর ২ শতাংশ টাকা নেওয়া হবে। আবার, যদি তিন বছর পরে অ্যাকাউন্টটি কোনো কারণবশত বন্ধ করা হয়, সেক্ষেত্রে সঞ্চিত অর্থের ওপর এক শতাংশ কেটে নেওয়া হবে।
২. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট: এই স্কিমের ক্ষেত্রে ৫০০ টাকার ন্যূনতম আমানতের প্রয়োজন। যদিও, এটির সর্বোচ্চ আমানতের ক্ষেত্রে কোনো সীমা নেই। এখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উপলব্ধ রয়েছে। স্কিমটিতে ১০ বছর বয়সী নাবালক-নাবালিকাদের জন্য অ্যাকাউন্ট খোলা সম্ভব। এছাড়াও, কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বা যৌথভাবে যেকোনো প্রাপ্তবয়স্কের সঙ্গে তাঁর নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমটি ৪ শতাংশ সুদ প্রদান করে। উল্লেখ্য যে, এই অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পর্যন্ত সুদ আয়কর আইনের অধীনে একটি অর্থবর্ষে আয় থেকে কাটার যোগ্য হিসেবে বিবেচিত হয়।
৩. ন্যাশনাল সেভিংস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট: এখানে বিনিয়োগকারীদের জন্য এক, দুই, তিন এবং পাঁচ বছরের হিসেবে অ্যাকাউন্টের চারটি বিভাগ রয়েছে। পাশাপাশি, বিনিয়োগকারীরা এই অ্যাকাউন্টে ন্যূনতম ১,০০০ টাকা জমার মাধ্যমে সঞ্চয় শুরু করতে পারেন। তারপরে ১০০ টাকার গুনিতকে টাকা জমা দেওয়া যাবে। এই অ্যাকাউন্টে জমা করার ক্ষেত্রে সর্বোচ্চ কোনো সীমা নেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখানে ছ’মাস পর অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব।
এখানে ১ এপ্রিল ২০২৩ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময়কালের জন্য এক বছরে ৬.৮০ শতাংশ, দুই বছরে ৬.৯০ শতাংশ, তিন বছরে ৭ শতাংশ এবং পাঁচ বছরে ৭.৫ শতাংশ সুদ প্রদান করা হয়। এদিকে, এক্ষেত্রে অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ ছয় মাস পরে কিন্তু এক বছরের আগে আগে প্রত্যাহার করা নিলে POSA হারে সহজ সুদ দিতে হবে। জানিয়ে রাখি যে, এই অ্যাকাউন্টে পাঁচ বছরের স্থায়ী আমানত আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়।