বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের ইতিহাস তৈরি করেছেন কেকেআরের (KKR) মিডল অর্ডারের স্তম্ভে পরিণত হওয়া ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। আজ গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান প্রয়োজন ছিল কেকেআরের। যদিও হ্যাটট্রিক করে নারায়ণ, রাসেল এবং শার্দূলের মতো ৩ পাওয়ার হিটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে রশিদ খান খেলা শেষ করে দিয়েছেন, এমনটা অনেকেই ভেবে নিয়েছিলেন।
কিন্তু যশ দয়ালের শেষ ৫ বলে ৫টি ছক্কা মেরে প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে দেন রিঙ্কু। এর আগে আইপিএলে সফল রান চেজের ক্ষেত্রে শেষ ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার নামে। ধোনি পাঞ্জাবের বিরুদ্ধে এবং রোহিত নাইট রাইডার্সের বিরুদ্ধে ডেকান চার্জারসের জার্সিতে ২২ রান করে শেষ ওভারে নিজেদের দলকে জিতিয়েছিলেন। আজ শেষ ওভারে ৩০ রান করে তাদের সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রিঙ্কু।
এরপর নানান ক্ষেত্রের মানুষরা রিঙ্কুকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই তালিকায় সামিল হয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্যও। তবে তিনি রিঙ্কুকে শুভেচ্ছা জানাতে গিয়ে খোঁচা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে ছবিটি ব্যবহার করে তিনি রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়েছেন সেখানে রিঙ্কুর চেয়েও বড় ছবি রয়েছে মোদীর।
অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাঝে মাঝে বিরোধীরা দেশের যে কোনও বিষয়ে সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার যে প্রবণতা আছে বলে নিন্দা হয়ে থাকে সেই বিষয়টিকেই ব্যঙ্গ করেছেন দেবাংশ। তার এই সোশ্যাল মিডিয়া পোস্টটিকে অনেকেই উপভোগ করেছেন।
আবার একশ্রেণীর মানুষ দেবাংশুকে এই নিয়ে আক্রমণ করতে ছাড়েননি। তারা অভিযোগ করেছেন যে নরেন্দ্র মোদী যদি এই দোষে দুষ্ট হয়ে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ও ঠিক একই দোষে দোষী। কাজেই তিনি মমতা ব্যানার্জীর সমর্থক হিসেবে কখনোই মোদিকে এই ব্যাপারে ব্যঙ্গ করতে পারেন না কারণ তাহলে সেটা ভণ্ডামি বলে প্রমাণিত হবে।