বাংলা হান্ট ডেস্কঃ চুরি তো বহুপ্রকার হয়, তবে আস্ত রেললাইন চুরির (Trainline Stolen) কথা শুনেছেন কখনও? ছোটোখাটো কোনো বস্তু নয়, গোটা একটা রেললাইনই উধাও করে দিল চোরেরা! বীরভূমের (Birbhum) ঘটনায় হতভম্ব সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ-প্রশাসনও। শনিবার মধ্যরাতে বীরভূমের কাঁকরতলা থানার কৈথি গ্রামে উদ্ধার হল উধাও হওয়া রেললাইনের অংশ। পুলিশি তল্লাশিতে মিললো হদিশ। তাজ্জব এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অন্ডাল-পলাস্থলী রুটে ট্রেন চলাচল বহু দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে রেললাইন ছিল নিজের জায়গাতেই। কিন্তু মাঝে হঠাৎই স্লিপারের উপর বসানো রেললাইন উধাও হয়ে যেতে থাকে। রেল পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরে ওই এলাকা থেকে রেললাইনের অংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। এরপরেই যৌথভাবে ঘটনার তদন্তে নামে রেল পুলিশ ও কাঁকুরতলা থানার পুলিশ।
এরপরেই শনিবার রাতে উদ্ধার হয় গায়েব হয়ে যাওয়া রেল লাইনের অংশ। পুলিশ সূত্রে খবর, রেললাইনের ৩০টি কাটা অংশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রেলাইনের লোহার পাতের ওজন প্রায় কয়েক টন হবে বলে খবর। এই ঘটনায় দুই শেখ আলতাব এবং শেখ ইন্তাজ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের একজনের বয়স ২২ ও একজনের বয়স ২৬ বছর। তারা দু’জনেই কইছি গ্রামের বাসিন্দা। তবে পুলিশের অনুমান শুধু এই দুজনই নয়, লোহা পাচারের ঘটনায় আরও অনেকেই যুক্ত থাকতে পারে। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
উদ্ধার হওয়ার লোহার টুকরো গুলি ক্রেন দিয়ে তোলা হয়েছে। অন্ডাল রেলপুলিশ উদ্ধার হওয়া লোহার পাত এবং টুকরো বাজেয়াপ্ত করেছে। তবে গোটা এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুই যুবকের দ্বারা কিভাবে গোটা রেললাইন উধাও করে দেওয়া সম্ভব সেই ভেবেই কূলকিনারা পাচ্ছেন না কেউ।