৪০ কোটি নিয়েছিল, কিন্তু একা খায়নি! ED-র কাছে প্রভাবশালীদের নাম ফাঁস অয়নের

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন ক্রমেই ঘনীভূত হচ্ছে নিয়োগ দুর্নীতি রহস্য। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে একে একে নাম জড়িয়েছে তৃণমূল নেতা-মন্ত্রী থেকে শুরু করে অনেকেরই। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূলের বিতাড়িত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে উঠে এসেছে প্রোমোটার অয়ন শীলের (Ayan Shil) নাম। আর সূত্রের খবর দুর্নীতি নিয়ে এবার ইডির (ED) তদন্তকারীদের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি অয়নের।

ইডি সূত্রে খবর, শিক্ষক দুর্নীতি কাণ্ডে ধৃত অভিযুক্ত অয়ন শীলকে জেরা করে বিস্ফোরক তথ্য এসেছে তাদের কাছে। তদন্তকারীদের দাবি, জেরায় অয়ন স্বীকার করেছেন, পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। যদিও সেই টাকার ভাগ কেবল অয়নই নয়, পকেটে গিয়েছে ‘বড়-বড়’ প্রভাবশালীদের।

জানা গেছে, পুরসভার বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে যে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন তার থেকে ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, জেরায় অয়ন জানিয়েছে চাকরিপ্রার্থীদের কাছ থেকে যত টাকা উঠত তার মাত্র ২০ শতাংশই বরাদ্দ ছিল তার জন্য। বাকিটা অয়ন হয়ে পৌঁছে যেত পুরসভার বিভিন্ন প্রভাবশালীদের পকেটে।

তবে কারা সেই প্রভাবশালী? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই তাদের নাম জেরায় তদন্তকারীদের জানিয়েছে অয়ন। তার বয়ানের ওপর ভিত্তি করেই তালিকা তৈরী করছে ইডি। পাশাপাশি অয়নকে লাগাতার জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে বলেও সূত্রের খবর।

ed

ইডির দাবি, পুরসভা নিয়োগের জন্য রাজ্যের প্রায় ষাটটির বেশি পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। এক একটি পোস্টের জন্য আলাদা আলাদা রেট ছিল। অয়ন যে পুরসভা নিয়োগ দুর্নীতি করতে বিভিন্ন জনের থেকে যে কোটি কোটি টাকা তুলেছিলেন, তার তথ্যপ্রমাণ অয়নের হার্ড ডিস্ক থেকে পাওয়া গিয়েছে। পাশাপাশি তার বাড়ি থেকেও এই সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা হয়েছে। সেইসব নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। আগামী ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর